× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে হিমালয়ী গৃধিনী শকুন উদ্ধার

রংপুর ব্যুরো।

১৪ ডিসেম্বর ২০২৪, ২২:৫১ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

রংপুরের পীরগাছা উপজেলায় একটি হিমালয়ী গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে। গতকাল (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার অন্নদানগরে গাছে আটকে থাকা অবস্থায় বিশাল আকৃতির এই শিকারি পাখিটি উদ্ধার করা হয়। 

দীর্ঘ পথ ভ্রমণে অনেক শকুন অসুস্থ হয়ে উড়ার শক্তি হারিয়ে ফেলে। এমনি বিশাল আকৃতির এই শকুনটি ক্লান্ত হয়ে লোকালয়ে বিচরণ করার সময়  উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

ঘটনাটি জানতে পেরে শকুনটি উদ্ধার করে 'ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ' টিমের সদস্যরা। সেখান থেকে আজ (১৪ ডিসেম্বর) সকালে রংপুর কারমাইকেল কলেজ মাঠে নিয়ে আসা হয়। এসময় বিশাল আকৃতির শকুনটি দেখতে উৎসুক জনতা ভিড় করে।


ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য (পীরগাছা উপজেলা) নূর হাসান নাহিদ ও মাহমুদুল হাসান সোহেল বলেন, আমরা প্রথমে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি পাখিটি লোকালয়ে নামলে কয়েকজন তাকে ধরে ফেলে। এরপর তারা কি করবে বুঝে উঠতে না পারায় আমাদেরকে জানান। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে শকুনটিকে উদ্ধার করি।

ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ রংপুরের অর্থ সম্পাদক লিজেন আহমেদ প্রান্ত বলেন, হিমালয়ী গৃধিনী শকুনটি কিছুটা অসুস্থ। পরিচর্যার জন্য দিনাজপুরের সিংড়া রেসকিউ সেন্টারে হস্তান্তর করা হবে। উদ্ধার হওয়া বিশালদেহী শকুনটি লম্বায় প্রায় ৭ ফুট এবং ওজন প্রায় ১২ কেজি। 

প্রসঙ্গত, পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলো থেকে নিরাপত্তা ও খাদ্যের জন্য যেসব পরিযায়ী পাখি পরিযাণ করে থাকে তাদের মধ্যে অন্যতম হিমালয়ী গৃধিনী। প্রতিবছর শীতকালে এই শকুন বাংলাদেশের সমতল ভূমিতে আসে। ২০১৪ সাল থেকে হিমালয় গৃধিনী নিয়ে সরকারের বন অধিদপ্তর আর বেসরকারি সংস্থা আইইউসিএন কাজ করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.