কুমিল্লার তিতাসে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করেন তিতাস উপজেলা প্রশাসন,বীর মুক্তিযোদ্ধ ও তিতাস থানা পুলিশ প্রশাসন।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে স্থাপিত শহিদ মিনারে শহিদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাহিদুল ইসলাম,প্রাথমিক শিক্ষা অফিসার মোসামৎ লায়লা পারভীন বানু,কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লা মোস্তাফিন, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার সারজিনা আক্তার,মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগম,বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন,হাজী মো.মহসীন আলী ভূইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী,মুক্তিযোদ্ধা গণ।