১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুরোপুরি সাভারের জাতীয় স্মৃতিসৌধকে প্রস্তুত করা হয়েছে। দিনের প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিশিষ্টজনেরা।
বিশিষ্টজনদের আগমন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার আব্দুল আল মুঈন ও ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
আজ (১৪ ডিসেম্বর) দুপুর ৩ টার সময় সাভার জাতীয় স্মৃতিসৌধ চত্বর পরিদর্শন শেষে নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।চার স্তরের নিরাপত্তা থাকবে। যেকোনো ধরনের অপ্রীতকর ঘটনা এড়ানোর জন্য আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবেন বলে এমনটি জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন,এই মুহূর্তে স্মৃতিসৌধে বহিরাগতদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা রয়েছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হবে পুরা স্মৃতিসৌধ এলাকা।যেকোনো অপরিচিত ব্যক্তিকে দেখলেই তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে।