বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও এডিশনাল অ্যাটর্নি জেনারেল এড.মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, বিএনপি সবসময় মানুষ এবং সমাজের কল্যাণের জন্য কাজ করছে।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর মতলব উত্তরে ছেংগারচর পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি মরহুম হাজি আব্দুল রব মোল্লার ১ম মৃত্যু বার্ষিকী ও স্মরণ সভায় প্রধান অতিথি'র বক্তব্য এ কথাগুলো বলেছেন।
এদিন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সভাপতি এড ফজলুল হক সরকার হান্নান, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, বিএনপি'র নেতা মনিরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এড. এস এম মফিজুল ইসলাম, ঢাকা তেজগাঁ থানা বিএনপি'র যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান কবির, পৌর যুব দলের আহবায়ক উজ্জল ফরাজি, এড. আবুল কালাম আজাদ এবং স্থানীয় বিএনপি'র নেতৃবৃন্দ।