× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কটিয়াদীতে হতে যাচ্ছে আন্তর্জাতিক কেরাত সম্মেলন

ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী ( কিশোরগঞ্জ) প্রতিনিধি

১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:২৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

কিশোরগঞ্জ জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও ওয়াজ মাহফিল।

আগামী ১৮ ডিসেম্বর বুধবার কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নে জামিয়া কারিমিয়া মাদ্রাসার উদ্যোগে সকাল থেকে দিনব্যাপী কেরাত সম্মেলন হবে ।

এতে দেশ বিদেশের জনপ্রিয় ক্বারীরা অংশ নিবেন।

সম্মেলন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলমান রয়েছে। কিশোরগঞ্জের জেলা সহ আশপাশের বিভিন্ন স্থানে পোস্টার ও মাইকিং হচ্ছে। তৈরি হচ্ছে শুভেচ্ছা জানিয়ে তোরণ ও গেইট। 

দাওয়াত সূত্রে জানা যায়, বিদেশি ক্বারীদের মধ্যে উপস্থিত থাকবেন, মিশরের ক্বারী আব্দুল হাফিজ আদ্দুরুনকী, তানজানিয়া আফ্রিকার ক্বারী ঈদী সাবান, একি দেশের ক্বারী রজাঈ আইয়ুব, পাকিস্তানের ক্বারী হাম্মাদ আনোয়ার নফিসী, একি দেশের ক্বারী জিসান হানিফ।

এছাড়াও ওয়াজ মাহফিলে প্রধান বক্তা, জনপ্রিয় আলোচক মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান ছিদ্দিকী ( কুয়াকাটা), বিশেষ বক্তা, বরিশালের জাগুয়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা হেদায়েতুল্লাহ খান আজাদী। এছাড়াও আরো অনেকেই বয়ান করার কথা রয়েছে।

সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রধান ও লোহাজুরী জামিয়া কারিমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কামাল উদ্দিন বলেন, আমরা আন্তর্জাতিক কেরাত সম্মেলনকে সফল করতে সবরকম প্রস্তুতি গ্রহণ করে শেষ করেছি। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি হবে বলে আশা রাখি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.