শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় রসাইতলা শিংমারী এলাকার ধান ক্ষেত থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে শেরপুরের নালিতাবাড়ীর রসাইতলা শিংমারী এলাকায় একটি ধান ক্ষেতে মৃতদেহ পরে থাকতে দেখে এলাকাবাসী। পরবর্তীতে পুলিশকে তা জানালে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন পুলিশ। এ সময় লাশের পাশ থেকে একটি বিষের বোতলও উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত ব্যক্তির নাম আবু বক্কর সিদ্দীক (৬১)। তিনি পাশ্ববর্তী পলাশীয়া গ্রামের তমিজ উদ্দিনের পুত্র।
এসময় ঘটনাস্থল পরিদর্শন করতে এসে সহকারী পুলিশ সুপার (সার্কেল নালিতাবাড়ী) দিদারুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষপানে তার মৃত্যু ঘটতে পারে। তবে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে এবং লাশটি ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে।