× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝিনাইগাতীতে স্মার্ট কার্ড পাচ্ছেন ১ লাভ ১৪ হাজার নাগরিক

আতিকুর, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি।

১৭ ডিসেম্বর ২০২৪, ১৭:৪০ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

শেরপুরেরে ঝিনাইগাতীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্ড পাচ্ছে ১ লাখ ১৪ হাজার ১৮৩ নাগরিক। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক। 

আগামীকাল বুধবার সকাল নয়টা থেকে নির্ধারিত স্থানে ও ওয়ার্ডের নাগরিকদের স্মাট কার্ড বিতরণ করবে উপজেলা নির্বাচন অফিস। যাদের জাতীয় পরিচয়পত্র আছে, তারাই পর্যায়ক্রমে এই ‘স্মার্ট’ পরিচয়পত্র পাবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল।  উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিক।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ মো. আল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফায়েজুর রাজ্জাক আকন্দ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহিরুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ, যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. নুরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবুল হাশেম, ইউপি চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম পলাশ, সাংবাদিক গোলাম রাব্বানী টিটু প্রমুখ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহিরুল হক জানান, স্মার্ট কার্ড বিতরণের তারিখ ও স্থান নির্ধারিত সময়ে মাইকিং, ব্যানার, ফেস্টুনসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে। ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধিত ১ লাখ ১৪ হাজার ১৮৩ নাগরিক এবার স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্ড পাচ্ছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.