× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজারে তিনদিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব শুরু

অন্তর দে বিশাল, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)

১৭ ডিসেম্বর ২০২৪, ১৯:১২ পিএম । আপডেটঃ ১৭ ডিসেম্বর ২০২৪, ২০:০২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

"মুক্তিযুদ্ধের বিজয় আমাদের অহংকার" এই স্লোগান'কে ধারণ করে কক্সবাজারে তিনদিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (১৭ ডিসেম্বর) বিকেল ৪ টার সময়, কক্সবাজার শহীদ দৌলত ময়দান (পাবলিক লাইব্রেরী) হল মাঠে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যেই দিয়ে ৩ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় উৎসব অনুষ্ঠিত হচ্ছে। 

এসময় শতাধিক শিশু-কিশোরদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও জাতীয় সংগীত এর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন , বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন কক্সবাজারের বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ।


উদ্বোধনী বক্তব্যে আরেক বীর মুক্তিযোদ্ধা একেএম মনসুর উল হক বলেন, চুয়ান্ন বছর আগে এই জাতীয় পতাকা উত্তোলন করেছিলাম গর্বের সহিত। আজো এই পতাকা উত্তোলন করছি।  জাতীয় পতাকার মান ও সংগীত আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে সবসময়। 


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের বিজয় উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, সঞ্চালনায় ছিলেন সৌরভ দেব । বক্তব্য রাখেন আহ্বায়ক সুবিমল পাল পান্না, সদস্য সচিব নাছির উদ্দীন। উপস্থিত ছিলেন কো চেয়ারম্যান খোরশেদ আলম, উৎপলা বড়ুয়া, যুগ্ম আহবায়ক এম জসিম উদ্দিন, দীপক শর্মা দীপু, ধ্রুবসেন দে।


তিন দিনব্যাপী এই আয়োজনে থাকছে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিচার, আবৃত্তি, নৃত্য, গণসংগীত, নাটক, প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনী। 


মুক্তিযুদ্ধের বিজয়ী উৎসবে কক্সবাজারের খেলাঘরের ১০টি শাখা আসর, উদীচী, সত্যেনসেন সহ প্রায় ৩০ টি সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করবেন। বিজয় উৎসব মাঠে রয়েছে রকমারি বিভিন্ন পণ্যের প্রায় ৩০টি স্টল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.