চট্টগ্রামের সাতকানিয়া কেরানীরহাট এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করার সময় টেকনাফের দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।এসময় ১৯০০ পিস ইয়াবা উদ্ধার করা যার বর্তমান মূল্য আনুমানিক ছয় লক্ষ টাকা। আজ (১৭ ডিসেম্বর) সকাল ৮ টার সময় কেরানীহাট আল-ঈসা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন - মৃত হামিদ হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩), মৃত আমীর আলীর ছেলে মোঃ আমিন (৩৬) তারা উভয়ে কক্সবাজার জেলার টেকনাফের বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতকানিয়া কেরানীরহাট এলাকার আবাসিক হোটেল আল-ঈসা E-3 রুমের ভিতর অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে এবং তল্লাশী করে রুমের তুষকের নিচে নয়টি পলিজিপার প্যাকেটের ভিতরে বিশেষ কৌশলে রক্ষিত ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধারসহ আসামীদের গ্রেপ্তার করা হয় করা হয়।তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খান বলেন, এক হাজার নয়শত পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।আগামীকাল আইনানুগ প্রক্রিয়ায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।