× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শহীদ আবু সাঈদকে নিয়ে কটুক্তির প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

মো: ইমরান হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি।

১৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৯ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

২০২৪ জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক বীর শহীদ আবু সাঈদকে নিয়ে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপারের সামনে কটুক্তি ও বিতর্কিত স্লোগান এবং ফ্যাসিবাদের দোসরদের পূনর্বাসনের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৮ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে, গত ১৬ই ডিসেম্বর বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক ফৌজিয়া খান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান মাহমুদের সামনে একজন মুক্তিযোদ্ধা ২০২৪ এ আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদকে নিয়ে কটুক্তি ও বিতর্কিত বক্তব্যের পরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়। এ স্লোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) ছড়িয়ে পরলে ছাত্র জনতা ক্ষিপ্ত হয়।

মানববন্ধনে সমন্বয়করা বলেন, ‘ফ্যাচিবাদী সরকার শেখ হাসিনা পতন হলেও প্রতিটা সরকারি দপ্তরে তার দোষররা রয়ে গেছে। প্রতিটা দপ্তর থেকে তাদের পদত্যাগ করতে হবে। তারা আরো বলেন, ‘অনতি বিলম্বে ঐ মুক্তিযোদ্ধার গ্রেপ্তার ও জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবী জানাই।

মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো: ইকরাম হোসেন, নিহত শহীদ পরিবারের সদস্য ইফতেখারুল ইসলাম, মো: অভি চৌধুরী, মো: মাশরাফী মর্তুজা, আফসানা আক্তার মীম, মো: পায়েল চৌধুরী, মো: সাবাব, মো: ইমন খান, মো: জায়ান, মো: রাফি, মো: হিমেল আহমেদ খান প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.