× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুর সিটি প্রেসক্লাব নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো।

১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৬ পিএম

ছবিঃ সংগৃহীত

রংপুর সিটি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক সমকালের স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক পদে দৈনিক করতোয়ার হুমায়ুন কবীর মানিক,কোষাধ্যক্ষ পদে দৈনিক বায়ান্নর আলো পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও ঢাকা মেইল এর জেলা প্রতিনিধি রেজাউল করিম জীবন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গতকাল বুধবার(১৮ ডি‌সেম্বর) সন্ধ্যায় সিটি প্রেসক্লাব কার্যালয় থেকে  এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন তারা। এর আগে সহ-সভাপতি পদে দৈনিক মতপ্রকাশের হামীম আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক পদে দৈনিক দিনকালের তারিকুল ইসলাম তারেক, কার্যকরী সদস্য পদে বাংলাদেশ সমাচার পত্রিকার শাহ আলম, আমাদের প্রতিদিনের উদয় চন্দ্র বর্মণ, দৈনিক সাইফের সাকিল আহমেদ। 

মঙ্গলবার বিকেলে সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক বার্তার এস এম খলিল বাবু, দপ্তর সম্পাদক পদে দৈনিক সংবাদ সারাবেলার কামরুল হাসান টিটু,প্রচার সম্পাদক পদে মাছরাঙ্গার টিভির ফুয়াদ হাসান, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের বার্তার হাসান রাসেল, সাহিত্য ও  সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক বায়ান্নর আলোর এস এম শহিদুল আলম মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র বিতরণে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনার প্রধান ও সহকারী তথ্য অফিসার মো: রুপাল মিয়া, পরিচালনা পর্ষদের সদস্য এডভোকেট পলাশ কান্তি নাগ, আহবায়ক সাকিল আহমেদ, সদস্য সচিব উদয়চন্দ্র বর্মন, সদস্য এস এম খলিল বাবু ও আসাদুজ্জামান আরমান। 

উল্লেখ্য ১৯ ও ২০ ডিসেম্বর মনোনয়নপত্র জমা, ২১ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার, ২২ ডিসেম্বর যাচাই-বাছাই ও চুড়ান্ত তালিকা প্রকাশ। ২৭ ডিসেম্বর বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোট গ্রহণ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.