× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৫

হোবাইব সজীব, কক্সবাজার প্রতিনিধি।

১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:১১ পিএম

ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। এদের মধ্যে ছয় মাসের শিশুসহ একই পরিবারের তিন সদস্য রয়েছে। আজ সকাল ৭টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজির বাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে ডাম্প ট্রাক ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে।

নিহতদের সবাই সিএনজির আরোহী ছিলেন। এরা হলো— টইটং ইউনিয়নের ছৈয়দ আলমের ছেলে সিএনজিচালক মনিরুল মান্নান, একই ইউনিয়নের ফিরোজ আহমেদ, তার স্ত্রী শারমিন এবং তাদের ছয় মাসের শিশুসন্তান। অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।


জানা গেছে, সকালে পেকুয়া থেকে চট্টগ্রামমুখী একটি সিএনজিচালিত অটোরিকশা আঞ্চলিক মহাসড়কের হাজির বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।


স্থানীয়রা অটোরিকশার পাঁচ যাত্রীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে মারা যায়। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সিরাজুল মোস্তফা।


তিনি জানান, হাজির বাজার এলাকায় সিএনজি-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.