× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরের নলডাঙ্গায় ডাকাতির অভিযোগে নারীসহ গ্রেপ্তার ৫ 

আতিকুল হক লিটন, নাটোর প্রতিনিধি।

১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৯ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

নাটোরের নলডাঙ্গায় ডাকাতের অভিযোগে নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া একটি ব্যাটারি চালিত অটোরিক্সা উদ্ধার করা হয়। আজ উনিশ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্ৰেফতারকৃতরা হলো নওগাঁ জেলার মান্দা থানার আবিদ্য গ্ৰামের নাসিরুদ্দিন প্রামানিকের ছেলে মোঃ শান্ত ইসলাম (২৪), একই জেলার একই থানার চক-বালু গ্রামের গয়েশ উদ্দিনের ছেলে মোঃ রাকিবুল হাসান (২৩),  রানীনগর উপজেলার বিসিয়া গ্রামের ইউসুফ সর্দারের ছেলে মোঃ নাঈম সরদার (২৪), বদলগাছি থানার কলার পালশা মধ্যপাড়ার আব্দুল মন্ডলের  এর ছেলে মোঃ আসাদুল ইসলাম (৪২), বদলগাছি থানার বিলাসবাড়ি এলাকার মৃত আলম হোসেনের মেয়ে মোছাঃ নিশা (২২), এবং নওগাঁ সদরের আরজি নওগাঁ মহল্লার মৃত আহাদ আলীর ছেলে মোঃ হারুনুর রশিদ (৫২)।

নলডাঙ্গা থানার এজাহার সূত্রে জানা যায়, নাটোর শহরের বনবেল ঘড়িয়া এলাকার মৃত হাফিজ উল্লাহর ছেলে আব্দুস সোবাহান (৪৫) প্রতিদিনের ন্যায় গত ২৪ নভেম্বর রাত দুইটার দিকে নাটোর শহরের একতার মোড়ে যাত্রী বহনের জন্য অবস্থানকালে অজ্ঞাতনামা ৫ জন পুরুষ এবং ১ জন মহিলা যাত্রী তার অটোরিক্সা রিজার্ভ নেয়। যাত্রী নিয়ে নওগাঁ জেলার আত্রাই এলাকায় যাওয়ার জন্য রওনা করে। পরবর্তীতে রাত আড়াইটার দিকে নলডাঙ্গা হতে আত্রাইগামী মহাসড়কের বীরকুৎসা (দুর্লভপুর) ১ম ব্রীজের উপর পৌঁছামাত্র যাত্রীবেশে ডাকাতরা পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ধারালো চাকু দিয়ে আব্দুস সোবাহানকে কুপিয়ে জখম করে ফেলে দেয়। পরে আসামীরা সোবহানের ব্যক্তিগত মোবাইল, টাকাসহ ব্যাটারী চালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

পরে এলাকাবাসীর সহযোগিতায় নিয়ে নাটোরে ফিরে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে ১৮ ডিসেম্বর ডাকাতির শিকার আব্দুস সোবহান বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলার পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার মূল রহস্য উদঘাটন করে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাতাদলের সদস্যদের সনাক্ত করে বগুড়া এবং নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ জন সদস্যকে গ্রেফতার করে। এসময় ডাকাতি হওয়া ব্যাটারী চালিত অটোরিকশাটি উদ্ধার করে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান আরো জানান, গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.