× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চবিতে একলা চলো রে এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মোঃ নিয়াজ মাখদুম, চবি প্রতিনিধি ।

২০ ডিসেম্বর ২০২৪, ১৯:২১ পিএম । আপডেটঃ ২০ ডিসেম্বর ২০২৪, ১৯:২৩ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একলা চলো রে এর আয়োজনে সার্টিফিকেট বিতরণ এবং অধিকার বঞ্চিত শিশুদের মাঝে কম্বল বিতরণ আয়োজন করা হয়। অর্থায়নে ছিলো আল ওয়াকিল ফাউন্ডেশন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর আশে পাশে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের নিয়ে এ শীতবস্ত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন আব্দুল্লাহ এস এম আসিফ, বিশেষ প্রতিনিধি আল ওয়াকিল ফাউন্ডেশন।

এছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন বন্ধুসংগঠন - এক টাকায় শিক্ষা এর পক্ষ থেকে ক্লাসরুম ইনচার্জ  থেকে শিহাব শাহরিয়ার শাওন,তাহমিনা আফরোজ সহ-সভাপতি,  চিটাগং ইউনিভার্সিটি স্কুল অফ ডিবেট এবং আই ই আর ডিবেটিং ক্লাব এর পক্ষ থেকে জয়েন্ট সেক্রেটারি আলাউদ্দীন আল বোখারী উপস্থিত ছিলেন। একইসাথে একলা চলো রে এর প্রতিষ্ঠাতা  স্বাধীন চৌধুরী, কেন্দ্রীয় অর্থ সম্পাদক শাহাদত হোসেন এই আয়োজনে উপস্থিত থাকেন।
এসময় অনুষ্ঠান এর সভাপতিত্ব করেন তানভীন কায়েস,  সাধারণ সম্পাদক একলা চলো রে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সঞ্চালনা করেন তাফরিম রেজা মোহাম্মাদ সাজিন, আই ই আর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এসময় সুবিধাবঞ্চিত শিশুদের উদ্দেশ্য প্রতিষ্ঠাতা স্বাধীন চৌধুরী জানান,  একলা চলো রে সামনে থেকে শিক্ষার্থীদের জন্য ক্লাসরুম ও ডিজিটাল পাঠদানের ব্যবস্থা করবেন এবং তাদের মুল লক্ষ্য উদ্দেশ্য হিসেবে সকল শিশুর মৌলিক চাহিদা পুরণ করার জন্য কাজ করে যাবেন। এসময় শিশুদের পাঠদান এর ব্যাপারে আরো উৎসাহ প্রদান করেন। এবং শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয় এবং সংগঠনের সদস্যদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। শিশুদের মৌলিক অধিকার নিয়ে এরকম আরো সহায়কমুলক কাজ সামনে করে যাবে এই আশ্বাস প্রদান করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.