× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নালিতাবাড়ীতে নকল স্বর্ণের বারসহ প্রতারক আটক

পুলক রায়,নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।

২২ ডিসেম্বর ২০২৪, ১৮:০৪ পিএম । আপডেটঃ ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:০৫ পিএম

ছবিঃ সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে একটি নকল স্বর্ণের বারসহ বটু মিয়া (২৮) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। আজ (২২ ডিসেম্বর) দুপুরে পৌরশহরের তারাগঞ্জ মধ্যবাজারের কামারপট্টি রোড থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তি শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সোনাবরকান্দা গ্রামের ইদ্রিস আলীর পুত্র।
সুত্রে জানা গেছে, আটককৃত বটু মিয়া নকল স্বর্ণের বার বিক্রি প্রতারক চক্রের একজন সদস্য।
তিনি বুধবার দুপুরে নালিতাবাড়ী শহরের জনৈক এক মহিলার কাছে খাঁটি স্বর্ণের কথা বলেন এবং এই বারটি আপনি রেখে দেন এবং বিনিময়ে আপনার কানের দুলগুলো আমাকে দিয়ে দেন এমন লোভনীয় প্রস্তাব দিয়ে থাকেন। উক্ত প্রস্তাব লোভনীয় হলেও জনৈক মহিলাটি চতুর প্রকৃতির হওয়ায় স্বর্ণের বারটি আসল কিনা তা যাচাই করার জন্য শহরের মতি জুয়েলার্সের দোকানে যান।
স্বর্ণকার ওই বারটি পরীক্ষা করার পর নকল বলে প্রমাণিত হলে ওই মহিলা ও আশে পাশের স্বর্ণের দোকানের লোকজন মিলে প্রতারক চক্রের সদস্য বটু মিয়াকে আটক করে থানা পুলিশের কাছে তুলে দেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, আটক প্রতারক বটু মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.