× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাগেরহাট জেলা বিএনপি'র তদারকি কমিটি গঠন

বাগেরহাট প্রতিনিধি ।

২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

বাগেরহাট জেলা বিএনপি কর্তৃক কমিটি গঠনের নিমিত্তে তদারকি কমিটি গঠন করা হয়েছে। বাগেরহাটের সকল নির্বাচনী এলাকায় একজনকে আহ্বায়ক ও তিনজনকে সদস্য করে এই কমিটি গঠন করা হয়।

আজ(২২ ডিসেম্বর) বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানা গেছে। কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন বাগেরহাট জেলা বিএনপি'র আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়কগণ। 

বাগেরহাট নির্বাচনী এলাকা -১ এ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম কে আহবায়ক করে মনিরুল হক ফরাজী, হাদিউজ্জামান হিরো এবং এডভোকেট ফারজানা নিপাকে সদস্য করা হয়েছে। বাগেরহাট নির্বাচনী এলাকায় -২ এ কামরুল ইসলাম গোরাকে আহ্বায়ক করে ইঞ্জিনিয়ার মাসুদ রানা, মঞ্জুর মোর্শেদ স্বপন এবং এডভোকেট মিজানুর রহমান মিজানকে সদস্য করা হয়েছে।
বাগেরহাট নির্বাচনী এলাকা -৩ এ খাদেম নিয়ামুল নাসির আলাপকে আহ্বায়ক করে শাহেদ আলী রবি, মনিরুল ইসলাম খান এবং সৈয়দ নাসির আহমেদ মালেককে সদস্য করা হয়েছে।
বাগেরহাট নির্বাচনী এলাকা -৪ এ শমসের আলী মোহন কে আহবায়ক, সর্দার অহিদুল ইসলাম পল্টু, বেগম রুনা গাজী এবং আব্দুল হালিম খোকনকে সদস্য করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.