× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরিশাল প্রেস ক্লাবের নির্বাচন আজ, ১৩ পদে লড়ছেন ২৩ প্রার্থী

শাকিল খান, বরিশাল ব্যুরো

২৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৬ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

ঐতিহ্যবাহী বরিশাল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৫-২০২৬) সভাপতি-সম্পাদকসহ ১৩ পদের বিপরীতে ২৩ প্রার্থী আজ মঙ্গলবার ভোটযুদ্ধে অংশ নেবেন।

এছাড়া দপ্তর সম্পাদক পদের প্রার্থী নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ প্রার্থী সুখেন্দু এদবর ও পাঠাগার সম্পাদক পদে কেএম নয়ন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বরিশাল প্রেস ক্লাবে মোট ৮১ জন ভোটার রয়েছেন। চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমিনুল ইসলাম খসরু, কাজী আল মামুন ও নুরুল আলম ফরিদ।
সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, জাকির হোসনে, জিয়াউদ্দিন বাবু ও হুমায়ুন কবির। সাধারণ সম্পাদক পদে লড়ছেন, কাজী আবদুল্লাহ আল রাসেল ও এসএম জাকির হোসেন।
সহ-সাধারণ সম্পাদক পদে এম. মোফাজ্জেল ও এম লোকমান হোসাইন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে আরিফিন তুষার ও সাগর বৈদ্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া ক্রীড়া সম্পাদক পদে দেওয়ান মোহন ও রুবেল খান ভোটের লড়াই করবেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এম. জহির, কমল সেন গুপ্ত, গিয়াস উদ্দিন সুমন, গোপাল সরকার, পুলক চ্যাটার্জি, মঈনুল ইসলাম সবুজ, আবদুর রাজ্জাক ভূইয়া, শাহীন হাসান ও সুমন চৌধুরী।
কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা অংশ নেয়া নয় প্রার্থীর মধ্যে নির্বাচিত হবেন সাত জন। 
বরিশাল প্রেস ক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সাইফুর রহমান মিরণ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রেস ক্লাবে উৎসবের আমেজ বিরাজ করছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নে সব কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.