মাদারীপুরে জুলাই বিপ্লবে আহত আইসিইউতে ভর্তি রংমিস্ত্রি নূর আলমকে (২৮) আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আহত নূল আলম মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের কালিতলা এলাকার মন্নান ভূইয়ার ছেলে।
সে জুলাই বিল্পবে রাজধানী ঢাকায় গুলিতে আহত হয়। বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নূর আলম।
জুলাই বিল্পব এবং বাংলাদেশ পুর্ণগঠনে সামাজিক সংগঠনের গুরুত্ব শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে মতামত ব্যক্ত করেন সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
নতুন বাংলাদেশ গঠনে ছাত্রজনতার ভুমিকাও ভূয়সী প্রসংশাও করা হয়। পরে এক প্রবাসীর মাধ্যমে সংগঠনের সহযোগিতায় আহত নূর আলমের পরিবারের হাতে চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা তুলে দেয়া হয়। এ সময় জুলাই বিল্পবে অন্য আহতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশন-এর সমন্বয়ক কাজী হুমায়ুন কবির-এর সভাপত্বিতে এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা ডা. সায়মা জেরিন লিরা, প্রভা হেলফ কেয়ার ডেস্টিস ডা. লুবনা শারমিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী মাসুম বিল্লাহ, আব্দুর রহিম, নিয়ামত উল্লাহ, মজিবুল্লাহ, মো. হাসিবুল্লাহসহ অনেকেই। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।