× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

থামানো যাচ্ছে না চকরিয়ার বিভিন্ন সড়কের ছিনতাই ও ডাকাতি

আলফাজ মামুন নুরি, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি।

২৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৯ পিএম । আপডেটঃ ২৫ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৪ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে চুরি-ডাকাতির ঘটনা, বেড়েছে দুর্ঘটনার প্রবনতাও । বিভিন্ন সূত্রে জানাযায়, গত চার মাসে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে একাধিক চুরি-ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে । এরমধ্যে পর্যটকদের মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনাও পাল্লা দিয়ে বেড়েছে । এসব ঘটনায় হাইওয়ে পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ি করেছে বিশিষ্টজনেরা ।

সর্বশেষ রবিবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজ মোড়ে ছিনতাইয়ের শিকার হয় মোটরসাইকেল আরোহী কক্সবাজার মুখী দুই পর্যটক। তিনটি মোটর বাইকে গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নিয়ে গেছে চালিত মোটরবাইক, দুইটি স্মার্টফোন ও নগদ রক্ষিত টাকা ।
হাইওয়ে পুলিশ সূত্রে জানাযায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশের আজিজনগর-হারবাং থেকে খুটাখালী-নতুন অফিস পর্যন্ত ৩৯ কিলোমিটার অংশের ১৪ কিলোমিটার সড়ক দুর্ঘটনাপ্রবণ। এই সড়কে প্রায় সময় বড়-ছোট দুর্ঘটনা ঘটে। সড়কের চকরিয়া অংশের ১০টি স্থানকে অতিঝুঁকিপূর্ণ বাঁক হিসেবে চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ।
স্থানগুলো হলো চকরিয়ার হারবাং অংশের জাইল্যারাঢালা, ভাণ্ডারীর ডেবা, ইনানী, বরইতলী, বানিয়ারছড়া, ইসলামনগর, জিদ্দাবাজার, ভাঙারমুখ-ভেন্ডিবাজার, ফাঁশিয়াখালীর রিংভং, ছগিরশাহকাটা, মালুমঘাট ও খুটাখালীর মেধাকচ্ছপিয়া ঢালা এবং চকরিয়ার কোরাল খালী। 
চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ওসি আরিফুল হক জানান, আমরা পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে যাচ্ছি । সড়কে সতর্কতাসংবলিত সাইনবোর্ড বসানো হয়েছে । তবে তা কোনো কাজে আসছে না। পিচঢালা সড়কের পাশ থেকে মাটি সরে গেছে। এ ছাড়া অনেক স্থানের সর্তকতামূলক সাইনবোর্ড চুরি হয়ে গেছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.