সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্যে জাফলং ইউনিয়নে রাধানগর রাজারে গরু চোর সন্দেহে ২ যুবককে আটক করে স্থানীয় জনতা।তাদের ব্যাপক মারধরের ফলে ১ জন নিহত ও ১ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
গতকাল মঙ্গলবার ২৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার ১১ নং মধ্যে জাফলং ইউনিয়নের রাধানগর রাজারে গরু চোর সন্দেহে ২ জনকে আটক করে স্থানীয় জনতা। পরে তাহাদেরকে উপস্থিত জনতা ব্যাপক মারধর ও প্রহার করার ফলে ও চুন বালু মিশিয়ে খাওয়ানো হয়। আজ বুধবার সকাল আনুমানিক সাড়ে ৯ টায় ১ জন মারা যায়। মৃত যুবক হেলাল উদ্দিন (৩৫), সে ডৌবাড়ি ইউনিয়নের ঘোষগ্রাম দাতারীর মৃত শফিক উদ্দীনের ছেলে। অপরজন গুরুতর আহত বোরান উদ্দিন (১৬), একই গ্রামের ইশাদ আলীর ছেলে।
সে বর্তমানে গুরুতর আহত অবস্থায় সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন,গতকাল রাধানগর বাজারে দুইজন যুবককে গরুচোর সন্দেহে ধরে স্থানীয় জনতা ব্যাপক মারধর করে এবং একজনকে দুই লিটার পানিতে চুন ও বালি মিশিয়ে খাওয়ানোর ফলে সে (হেলাল উদ্দিন) মারা যায়।তার সুরতাহল রিপোর্ট তৈরি হয়েছে মামলা প্রক্রিয়াধীন এবং বিষয়টি তদন্তে দুটি টিম কাজ করছে।