× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিভাগীয় লেখক পরিষদের উদ্যোগে রংপুরে শীতার্তদের মাঝে লেপ বিতরণ

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো ।

২৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৩২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

বিভাগীয় লেখক পরিষদের উদ্যোগে রংপুর নগরীর শীতার্তদের মাঝে লেপ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৫ ডি‌সেম্বর) দুপুরে নগরীর মুন্সিপাড়ায় রংপুর নর্থ ব্রিজ স্কুল ক্যাম্পাসে আয়োজিত লেপ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় লেখক পরিষদের সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান কাজী মোঃ জুননুন।

ঢাকায় কর্মরত চিকিৎসক অধ্যাপক সামিনা চৌধুরীর আর্থিক সহায়তায় অসহায়, দুস্থ ও হতদরিদ্র নারী-পুরুষের মাঝে উষ্ণতার উপহার হিসেবে লেপ বিতরণ করা হয়। শৈত্যপ্রবাহ শুরুর আগে শীত নিবারণে লেপ হাতে পেয়ে খুশি হন উপকারভোগীরা।

লেপ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, সহ-সভাপতি রশিদুল ইসলাম চৌধুরী, রংপুর জেলা কমিটির সভাপতি এটিএম মোর্শেদ, সাধারণ সম্পাদক জাকির আহমদ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজ রহমান, সহ-সাধারণ সম্পাদক শরিফুল আলম অপু, অর্থ সম্পাদক লায়লা শিরীনা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মজনুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক দীপক সরকার তপু, সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুঈদ উল ইসলাম, সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নুসরাত খানম উপমা, পরিবেশ বিষয়ক সম্পাদক মেহরাজুল ইসলাম কায়রো, বেতার উপস্থাপক আমজাদ হোসেন, সাংবাদিক সিদ্দিকুর রহমান, ব্যবসায়ী লিটন, নর্থ ব্রিজ স্কুলের শিক্ষকবৃন্দ প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.