× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্ব ইজতেমা ময়দানে নিরীহ মুসল্লীদের উপর সন্ত্রাসীর হামলার প্রতিবাদে বিক্ষোভ

মো. আল আমীন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।

২৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৫ পিএম

ছবিঃসংগৃহীত।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় ওলামা মাশায়েখ ও তাবলীগ সাথী ও তাওহীদী জনতার উদ্যোগে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত নিরীহ মুসল্লীদের উপর সন্ত্রাসী হামলায় এবং সাদ পন্থীদের বর্বচিত হামলা ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।

আজ (২৫ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ও বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন উপজেলা কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের সভাপতি এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য মুফতি মহিউদ্দিন থান। উপজেলা ওলামা মাশায়েখের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে অংশ নেন হাজার হাজার সাধারণ মুসুল্লি ও তাবলীগ সাথী মাদ্রাসার শিক্ষার্থী।

এসময় মোগরাপাড়া চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভে অংশগ্রহণকারী মুসল্লিরা দাবি করেন, এমন হামলা বন্ধে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরী। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
এছাড়া বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের উপর সা’দপন্থীদের হামলার প্রতিবাদ জানিয়ে খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসী দেওয়ার এবং সা’দপন্থীদের তাবলীগ নিষিদ্ধের দাবী জানানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.