× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিক পরিচয়ে চকরিয়ার ওসির কাছে চাঁদাদাবী, যুবক গ্রেফতার

মো. কামাল উদ্দিন, চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ।

২৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৬ পিএম । আপডেটঃ ২৫ ডিসেম্বর ২০২৪, ১৯:০০ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

কক্সবাজারের চকরিয়া থানার ওসিকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাদাবী ও ভয়ভীতি প্রদর্শন করায় মনছুর আলম মুন্না (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার ভোর ৫টার দিকে কক্সবাজার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা রুজু হয়েছে। ওই মামলায় আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
গ্রেফতার মুন্না রামু উপজেলার গর্জনিয়া বড়বিল এলাকার আবদুস সালামের ছেলে। জানা যায়, মঙ্গলবার মনছুর আলম মুন্না নামে এক যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তার ব্যবহৃত মোবাইল (০১৮১৬৯৪৬১৫৭) থেকে চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়ার ব্যক্তিগত মোবাইল নম্বরে বানোয়াট, মিথ্যা এবং অবমাননাকর বিভিন্ন কথা উল্লেখ করে একটি সংবাদ প্রস্তুত করার কথা বলে মেসেজ পাঠায়।পরবর্তীতে উক্ত মিথ্যা সংবাদ বিভিন্ন মিডিয়ায় প্রচার করার ভয় দেখিয়ে চাঁদা দাবী করে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, মনছুর আলম মুন্না নামে ওই যুবক একাধিক ম্যাসেজ এর মাধ্যমে কৌশলে আমার কাছ থেকে চাঁদা দাবী করে এবং বিভিন্ন মিডিয়ায় প্রকাশের হুমকি দেন।
বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় চাঁদাবাজি ও পর্ণোগ্রাফি আইনে মামলা রয়েছে। ওই মামলায় তিনি একাধিকবার কারাবরণ করেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.