× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গভীর রাতে ঘরে চেতনা নাশক স্প্রে; প্রতিবেশীর ডাকে ঘুম ভাঙলে দেখে সর্বস্ব লুট 

মোস্তাফিজুর রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।

২৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৫০ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

রংপুরের বদরগঞ্জে গভীর রাতে এক দুঃস্বাহসিক এক চুরির ঘটনা ঘটেছে। চেতনা নাশক ঔষধ প্রয়োগ করে একটি পরিবারের সকল সদস্যকে অচেতন করে দুর্বৃত্তরা তাদের সর্বস্ব লুট করেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনাটি ঘটে পৌর এলাকার কলেজপাড়ার কৃষক নুর ইসলাম লাভলুর বাড়িতে। নুর ইসলাম লাভলু তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন।

রাত ১২টার পর কোনো এক সময়, দুর্বৃত্তরা জানালা দিয়ে ঘরের ভেতরে চেতনা নাশক ঔষধ স্প্রে করে। এতে পুরো পরিবার গভীর অচেতন অবস্থায় পড়ে যায়। এরপর দুই ঘণ্টা ধরে চোরেরা ঘরের দরজা ভেঙে স্টিলের আলমারী ও ড্রয়ার থেকে স্বর্ণালংকার ও নগদ পাঁচ লাখ টাকা লুট করে। লুটের পর চোরেরা ঘরের বিভিন্ন আসবাবপত্র তছনছ করে রেখে যায়। গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ভুক্তভোগী পরিবার অচেতন অবস্থায় ছিল। পাশের বাড়ির প্রতিবেশীরা এসে নুর ইসলামকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করলে পুরো ঘটনা প্রকাশ পায়।

ঘটনার খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।পরে অচেতন অবস্থায় নুর ইসলাম তার স্ত্রী পেয়ারী খাতুন এবং পুত্র মুনসিব লাবীবকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরও এখনও তারা সম্পূর্ণ সুস্থ বোধ করছেন না।  অসংলগ্নভাবে কথা বলছেন। ঘুমের ঘোর এখনও কাটেনি বলে জানান পরিবারের লোকজন।

ভুক্তভোগী নুর ইসলাম লাভলু বলেন, ‘জমি কেনার জন্য আমন ধান বিক্রি করে পাঁচ লাখ টাকা ঘরে রেখেছিলাম। সেই টাকাও নিয়ে গেছে। ঘরের সবকিছু তছনছ করা হয়েছে। কারা এমন করল, কিছুই বুঝতে পারছি না। এখনও চোখে ঘুম জমে আছে। কথা বলতেও কষ্ট হচ্ছে বলে জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শাকির মোবাস্বির জানান, ‘চেতনানাশক ওষুধের প্রভাবের কারণে এখনও ক্লান্ত এবং অসুস্থ বোধ করছেন তারা। পূর্ণ সুস্থতার জন্য আরও কিছু সময়ের প্রয়োজন।

বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান জানান, ‘আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। অপরাধীদের শনাক্ত করতে তদন্ত চলছে। এমন ঘটনায় এলাকাবাসীদের আরও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.