১৪৫ বস্তা ভারতীয় জিরা সহ ৩ চোরাচালানের সদস্য গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) ভোর ০৪.৫০ মিনিটে ডিবি পুলিশের অভিযানে ডাকপাড়া মোড় এলাকার জামালপুর - শেরপুর মহাসড়কের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে দুপুরে ডিবির এসআই আসাদুজ্জামান বাদী হয়ে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(১)/২৫-ডি ধারায় জামালপুর সদর থানায় মামলা দায়ের করে।
গ্রেফতারকৃতরা হলেন শেরপুর জেলার নকলা উপজেলার উরফা শিমুলতলী বার মাইশ্যা বাজার এলাকার মো: আবু তাহেরের ছেলে রাকিব মিয়া (২০), ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের ঝলঝলিয়া (গারোদের গির্জার পাশে) এলাকার মো: হারেজ আলীর ছেলে মোস্তাক আহম্মেদ (২৪), শেরপুর শহরের দুর্গা নারায়ণ পুর এলাকার মরহুম খলিলুর রহমানের ছেলে মো: মাহমুদুল হাসান লিখন (৩৬)।
জামালপুর ওসি (ডিবি) মো: নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলার সদর থানাধীন ডাকপাড়া এলাকার জামালপুর টু শেরপুর মহাসড়কের উপর অবৈধভাবে চোরাই পথে বাংলাদেশ সরকারের শূল্ক ও কর ফাঁকি দিয়ে বাংলাদেশে আনায়ন করা ১৪৫ বস্তা ভারতীয় ‘জিরা’ ও একটি মিনি ট্রাক গাড়ি সহ তিন চোরাকারবারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাচালান ব্যবসার কথা স্বীকার করেছে। রিমান্ড আবেদন সহ তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।