× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার!

১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ

মোঃ আতিকুল হক, নাটোর প্রতিনিধি।

২৮ ডিসেম্বর ২০২৪, ২১:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত।

চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি। শিকারের তথ্য দিলেই উপহার হিসেবে দেয়া হচ্ছে শীতবস্ত্র। আজ (২৮ ডিসেম্বর) সকালে গোপন তথ্যের ভিত্তিতে সিংড়ার চলনবিলের কমরপুর, কাদিরগাছা ও ইন্দ্রাসুন বিলে অভিযান চালানো হয়।

শিকারির ফাঁদ থেকে ১১ টি শালিক পাখি উদ্ধার করে মুক্ত আকাশে অবমুক্ত ও বিলের তিনটি পয়েন্ট থেকে প্রায় পাঁচ হাজার মিটার কারেন্ট জালের ফাঁদ উদ্ধার করে পুড়িয়ে দেয়া হয়। পাখি শিকার রোধ ও বিল পাড়ের মানুষের মাঝে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। পরে শিকারির তথ্য দাতাদের মাঝে উপহার হিসেবে পাঁচটি শীতবস্ত্র বিতরণ করেন পরিবেশ কর্মীরা। উপস্থিত ছিলের সংগঠনের সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান, বন্যপ্রাণি বিষয়ক সম্পাদক আব্দুল আলীম খাজা প্রমূখ। 

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, শীতে চলনবিলে নানা প্রজাতির পাখির আগমন ঘটেছে। বিল পাড়ের মানুষদের সচেতনতার পাশাপাশি পেশাদার শিকারিদের প্রশাসনের মাধ্যমে জেলা-জরিমানার আওতায় আনছেন। আর বিলের পাখি ও বন্যপ্রাণি বাঁচাতে শীত মৌসুম জুড়ে তথ্যদাতাদের শীতবস্ত্র উপহার দেয়া হবে। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, বিলের পাখি ও সরকারি জলাশয় রক্ষায় প্রশাসন সব সময়ই তৎপর রয়েছে। তাছাড়া বিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ কর্মীরাও বেশ ভূমিকা পালন করছেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.