× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ফুলবাড়ীয়ায় মানববন্ধন

মো. সেলিম মিয়া, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।

২৯ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৯ পিএম । আপডেটঃ ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫:১৯ পিএম

ছবিঃসংবাদ সারাবেলা।

দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম সহ পত্রিকাটির চার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ রোববার বেলা ১২ টা হতে দুপুর ১ টা পর্যন্ত ফুলবাড়ীয়া প্রেসক্লাব এ মানববন্ধনের আয়োজন করে।

বক্তারা বলেন, রাজধানী ঢাকার বাংলামোটরে দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম সহ পত্রিকাটির চার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। উদ্দেশ্যমূলক ভাবে এ হামলার মাধ্যমে পরোক্ষভাবে গণমাধ্যমের উপর হামলা করা হয়েছে। এসময় বক্তারা অনতিবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন, ইত্তেফাকের আবুল কালাম, সমকালের কবির উদ্দিন সরকার হারুন, জনবাণী  সাইফুল ইসলাম তরফদার, কালের কন্ঠের আব্দুল হালিম, আমাদেরসময়’র আব্দুস ছাত্তার, আমার দেশ’র আসাদুজ্জামান আসাদ, কালবেলা আল এমরানসহ প্রমুখ।

তারা আরও বলেন, গত ১৫ বছর এ জাতীয় ঘটনা ঘটেছে, এ সময়ে এসে এসব ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায় না। ফ্যাসিষ্ট সরকার থেকে মুক্ত হতে পারলেও আমরা পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারছি না।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.