× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপি নেতাকর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে -আমীর খসরু

মোঃ বাকি বিল্লাহ চৌধুরী, স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম)।

২৯ ডিসেম্বর ২০২৪, ১৫:২৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

দেড় দশক সরকার ক্ষমতার বাইরে থাকা বিএনপি নেতাকর্মীরা রাজপথে রক্ত ঝরানোর পাশাপাশি জেল-জুলুম অত্যাচার সহ্য করলেও তাদের কেউ ‘টলাতে পারেনি’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, “বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, অনেক নেতাকর্মী জেলে গেছে, অনেক নেতাকর্মী হারিয়েছি। কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি, বিএনপি নেতাকর্মীরা জ্বলে-পুড়ে খাঁটি সোনার পরিণত হয়েছে। এই জন্য বিএনপিকে কেউ ভাঙতে পারে নাই।”

দলের জন্য ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদরে প্রতি আহ্বান জানান খসরু। চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে শনিবার পাঁচলাইশ থানা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে কথা বলছিলেন আমির খসরু।

রাজনীতি নিয়ে তরুণদের চিন্তা-চেতনাও গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিদায়ের পর বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন হয়েছে। নতুন রাজনীতিতে নতুন প্রজন্মের চিন্তা-চেতনা, তরুণদের চিন্তা-চেতনা আমাদেরকে বুঝতে হবে। সেভাবেই রাজনীতি করতে হবে। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. আশরাফ চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, মোহাম্মদ মনির চৌধুরী, মোহাম্মদ লেদু মেম্বার প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.