× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বীর মুক্তিযোদ্ধা লাঞ্ছিত করার প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন

পুলক রায়,নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।

২৯ ডিসেম্বর ২০২৪, ১৮:০৭ পিএম

ছবিঃসংবাদ সারাবেলা।

বীর মুক্তিযোদ্ধা ও বীর প্রতীক আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। এ সময় তারা আব্দুল হাই কানুকে লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আজ (২৯ ডিসেম্বর) সকালে নালিতাবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধা ও প্রজন্ম একাত্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে  মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের নিয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, আব্দুর রহমান তালুকদার, বাদল চন্দ্র পাঠক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের অপমান ও অবমাননার ঘটনা ঘটছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে এ ধরনের ঘটনা বেড়েছে। এক্ষেত্রে অবশ্যই অন্তবর্তী সরকারকে কঠোর হতে হবে।
বক্তারা আরও বলেন, মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে ও আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন করেছে। এখন আমাদেরই লাঞ্ছিত হতে হচ্ছে, অপমান অবহেলার শিকার হতে হচ্ছে। আমরা আবারও জীবন দিতে প্রস্তুত। আমাদের দেহে যতটুকু শক্তি-সামর্থ্য আছে আমরা তাই দিয়েই প্রতিরোধ গড়ে তুলব। এ সময় মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার জন্য অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানান তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.