× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজিমপুর কবরস্থানে সাধারণ মানুষের ঢল

১৮ মার্চ ২০২২, ২৩:৫২ পিএম । আপডেটঃ ১৯ মার্চ ২০২২, ০১:২৫ এএম

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে ঢাকাসহ সারাদেশে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। এ উপলক্ষে স্বজনদের কবর জিয়ারত করতে আজিমপুর কবরস্থানে ঢল নেমেছে সাধারণ মানুষের। শুক্রবার (১৮ মার্চ) রাত পৌনে ১১টার দিকে আজিমপুরের পুরোনো ও নতুন কবরস্থানে গিয়ে দেখা যায় লোকে-লোকারণ্য পুরো এলাকা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, কবরস্থানে প্রবেশের তিনটি গেট দিয়ে মানুষ ভেতরে প্রবেশ করছেন। কেউ কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে মুনাজাত করছেন, কেউ পাঠ করছেন দুরুদ শরীফ আবার কেউবা কোরআন শরীফ।

কবরস্থানে আগতরা জানান, শবে বরাতের বিশেষ সময়কে কেন্দ্র করে প্রিয়জনের মাগফেরাত কামনা করতে এসেছেন তারা।

গাজীপুর থেকে বাবার কবর জিয়ারত করতে আসা মোহাম্মদ আসিফ বলেন, আমি প্রায় শুক্রবারই বাবার কবরে আসি। জিয়ারত করি। তার জন্য দোয়া করি। আজও গাজীপুর থেকে এসেছি। শবে বরাত উপলক্ষে দিনের বেলা না এসে রাতে এসেছি।

ভাইয়ের কবরের পাশে অশ্রুসিক্ত চোখে মোনাজাত করতে দেখা গেল আব্দুল কাইয়ুম নামের আরেকজনকে। তিনি বলেন, আট মাস আগে আমার বড় ভাই হঠাৎ করেই হার্ট অ্যাটাক করে মারা গেছেন। খুব অল্প বয়সে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। প্রায় সময়ই ভাইয়ের শূন্যতা বোধ করি। যখনই সময় পাই তখনই এখানে আসি। আজ শবে বরাতের রাতে কবর জিয়ারত করতে এসেছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.