× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজনগরে মিছরাফ খাঁন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কামরুল আহমদ ,রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি।

২৯ ডিসেম্বর ২০২৪, ১৮:২৮ পিএম

ছবিঃসংবাদ সারাবেলা।

মৌলভীবাজারের রাজনগরে মিছরাফ খাঁন হত্যায় ঘটনার জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় রাজনগর উপজেলা পরিষদের সামনে রাজনগর-বালাগঞ্জ সড়কে রাজনগর সচেতন নাগরিক সমাজ এ মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৬ ডিসেম্বর জমিসংক্রান্ত বিষয় নিয়ে রাজনগরের মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামের মিছরাফ খানকে হত্যা করে পার্শ্ববর্তী বাড়ির প্রতিপক্ষ। একমাত্র ছেলেকে হারিয়ে মা এখন মৃত্যু শয্যায় রয়েছেন। বিয়ের ১৮ বছর পর তার এক সন্তানের জন্ম হয়েছে। ১৫ মাস বয়সী এই সন্তানের চোখগুলো এখন চারপাশে তার বাবাকে খুঁজে বেড়ায়। পরিবারটি অসহায় হয়ে পড়েছে। এঘটনায় মামলা হলেও প্রধান আসামীসহ বেশিরভাগ এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। অবিলম্বে তাদেরকে গ্রেফতারের করে বিচারের মুখোমুখি করার দাবি জানান বক্তারা। 
সচেতন নাগরিক সমাজের সভাপতি আহমদউর রহমান ইমরানের সভাপতিত্বে ও
ফুয়াদ আহমদ মুরাদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের প্রজেক্ট সুপারভাইজার মো. আলতাফ হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি হোসেন আহমদ রাজা, জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, রাজনগর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সহকারী সেক্রেটারী আজিজুর রহমান রিপন, মুয়াজ্জিন হাফিজ তোয়াবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত শিক্ষার্থী মো. সাকিব আহমদ, রাজনগর সদর ইউপি যুবদলের আহ্বায়ক জিল্লুল তালুকদার প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.