× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুর শ্যামপুর চিনিকলে আখ চাষ বৃদ্ধির লক্ষ্যে চাষী উদ্বুদ্ধকরণ সভা

মোস্তাফিজুর রহমান, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।

২৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৬ পিএম

ছবিঃসংবাদ সারাবেলা।

রংপুরের শ্যামপুর চিনিকল পুনরায় চালুর লক্ষ্যে চাষী উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ ডিসেম্বর বিকাল ৪ টায় শ্যামপুর সুগার মিলস্ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর চিনিকলগুলো চালু করতে আন্দোলনে নামে সংশ্লিষ্টরা। অন্তর্বর্তী সরকার বিষয়টি বিবেচনায় নিয়ে সম্প্রতি চিনিকলগুলো চালুর সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে শিল্প মন্ত্রনালয়ের ১৫ ডিসেম্বর স্মারক মূলে শ্যামপুর চিনিকলের মাড়াই কার্যক্রম পুনরায় চালু করনের লক্ষ্যে স্থগিত আদেশ প্রত্যাহার করে। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের অধীন বন্ধ থাকা ৬ টি চিনিকলে আখ মাড়াইয়ের কার্যক্রম স্থগিতের আদেশ প্রত্যাহার করে নেয় শিল্প মন্ত্রণালয়। তবে প্রাথমিক ধাপে সরকার রংপুরের শ্যামপুর চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু করা হবে বলে জানা যায়।

শ্যামপুর সুগার মিলস্'র ইনচার্জ মাসুদ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো.আব্দুল্লাহ ক্বাফী রতন, যুগ্ম আহ্বায়ক, বন্ধ চিনিকল চালুকরণ টাস্কফোস কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো ইমরান আহমেদ, আহ্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিশেষ অতিথি মো. আলতাফ হোসেন, সদস্য, বন্ধ চিনিকল চালুকরণ টাস্কফোস কমিটি, মো. কামরুজ্জামান ফিরোজ, সদস্য, বন্ধ চিনিকল চালুকরণ টাস্কফোস কমিটি,মানস নন্দী, সদস্য, বন্ধ চিনিকল চালুকরণ টাস্কফোর্স কমিটি, মো. আসাদুল্লাহ আল গালিব, কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, অধ্যাপক মোশাহিদা সুলতানা, সদস্য, বন্ধ চিনিকল চালুকরণ টাস্কফোর্স কমিটি। শ্রমিক, কর্মচারী সংগ্রাম পরিষদের আলী আহমেদ প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.