জয়পুরহাটের আক্কেলপুরে বালতির পানিতে পড়ে রুহি আক্তার নামের দেড় বছর বয়সী এক কণ্যা শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের রোয়ার গ্রামের রায়হান হোসেনের মেয়ে। দূর্ঘটনাটি রোববার দুপুর বারোটার দিকে তার নিজ বাড়িতে ঘটেছে।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুরে খেলতে খেলতে মেয়েটির হাতে কাদা লাগলে সকলের অগোচরে গোসলখানায় রাখা পানি ভর্তি বালতিতে হাত ধোয়ার জন্য যায়। এসময় বালতিতে শিশুটি মাথা হেলে হাত ধুতে গেলে তার মাথা বালতিতে গুঁজে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুজির এক পর্যায়ে গোসলখানায় তাকে এ অবস্থায় দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শিশুটির বাবা রায়হান হোসেন বলেন, আমার মেয়ের হাতের কাদা লাগলে বালতিতে ধুতে গিয়ে বালতির মধ্যেই উপুর হয়ে পড়ে ছিল। আমরা তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জানায় সে মারা গেছে।
হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসিফ আদনান বলেন, মেয়েটিকে তার স্বজনেরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তবে সে পানিতে পরেই মারা গেছে।