× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ফেসবুকে অপপ্রচারে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নিন্দা

ফাহিম শাহরিয়ার, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:০২ পিএম । আপডেটঃ ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:০২ পিএম

ছবিঃসংবাদ সারাবেলা।

মূলধারার গণমাধ্যমে কর্মরত রাঙ্গুনিয়ার কয়েকজন সাংবাদিকদের ঢালাও আসামী করে মামলায় জড়ানোর প্রতিবাদে নিন্দা জানিয়েছে পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব।

আজ(২৯ ডিসেম্বর) বিকেলে এক সাধারণ সভায় সাংবাদিক নেতারা এই নিন্দা প্রস্তাব করেন। সাংবাদিকরা বক্তব্যে বলেন, " ৫ আগস্টের পর কতিপয় লোক পাহাড় কাটায় মৃত্যু, গাড়ী বহরে হামলা ও দোকান ভাংচুরের ঘটনায় কয়েক শ' আসামীদের সাথে মামলা জুড়ে দেয় সাংবাদিকদের। যা অত্যন্ত নিন্দনীয় ও গর্হিত কাজ।

মামলার কারনে সাংবাদিকরা পেশাগত কাজ করতে গিয়ে উদ্বেগে রয়েছেন। পাশাপাশি ফেসবুকে অপপ্রচার করা হচ্ছে। সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানির অপপ্রচেষ্টা করা হলে কঠোর কর্মসূচির পাশাপাশি আইনি পদক্ষেপ নেয়া হবে।

সংগঠনের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদারের (ভোরের কাগজ) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরীর (আমার দেশ, কর্ণফুলী) সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক সভাপতি মোহাম্মদ আলী (ইত্তেফাক), আকাশ আহমেদ (আজকের পত্রিকা), সিনিয়র সাংবাদিক পান্থনিবাস বড়ুয়া (জনকন্ঠ), মাসুদ নাসির (সমকাল, পূর্বদেশ), শান্তি রঞ্জন চাকমা ( নয়াদিগন্ত, সুপ্রভাত বাংলাদেশ), প্রেস ক্লাবের সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব (যুগান্তর, এশিয়ান টিভি, চট্টগ্রাম মঞ্চ), সাংবাদিক জগলুল হুদা (আজাদী, কালবেলা, সিপ্লাস টিভি), প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এম এ মতিন (চট্টগ্রাম প্রতিদিন), অর্থ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কায়সার (মানবজমিন, একুশে পত্রিকা), দপ্তর সম্পাদক আরিফুল হাসনাত (আমাদের সময়, সিএইচডি টিভি), সদস্য ইসমাইল হোসেন নয়ন (প্রতিদিনের বাংলাদেশ), আশেক এলাহি সাঙ্গু), মুবিন বিন সোলাইমান (সংবাদ), জাহেদ হাসান তালুকদার (সময়ের আলো), মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম (আজকের বিজনেস বাংলাদেশ), ফাহিম শাহরিয়ার (সারাবেলা), দেলোয়ার হোসেন (দেশ বর্তমান)।

সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.