× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় ইউপি সদস্যের বাড়িতে আগুন

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধি।

২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:০৬ পিএম

ছবিঃসংবাদ সারাবেলা।

গাইবান্ধার পলাশবাড়ীতে আসাদুজ্জামান মজনু নামের এক ইউপি সদস্যের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ ২৯ ডিসেম্বর রবিবার গভীর রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্ধা গ্রামের সরকারপাড়ায় এ ঘটনা ঘটে।

ইউপি সদস্য আসাদুজ্জামানের অভিযোগ, রাত ১ টার দিকে দুর্বৃত্তরা তাঁর বাড়িতে আগুন দেয়। তখন তিনি টেলিভেশন দেখতেছিলেন। হঠাৎ ঘরের বারান্দায় আগুণ দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন। এতে তার বারান্দার আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়। এসময় স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয়। 
খবর পেয়ে পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পুলিশ  তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সহযোগিতা করেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

আগুনে প্রায় কয়েক হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই ইউপি সদস্য। ঘটনাস্থলে কয়েকটি পেট্রোলের বোতল পাওয়া গেছে। এর এক সপ্তাহে আগে তাঁর খড়ের পালাতে আগুন দিয়েছিল দুবৃর্ত্তরা। সেই আগুণে তাঁর সব খড় পুড়ে যায়। জীবনের নিরাপত্তা নিয়ে চরম হতাশা প্রকাশ করেন তিনি।  
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে এখনো অভিযোগ পায়নি।  অভিযোগ পেলে   প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.