× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহাগড়ায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি।

৩০ ডিসেম্বর ২০২৪, ১৫:১০ পিএম । আপডেটঃ ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫:১০ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা

নড়াইলের লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। লোহাগড়া উপজেলার সাধারণ কৃষক লোহাগড়া নড়াইল এর আয়োজনে আজ (৩০ ডিসেম্বর) বেলা ১২ টার সময় উপজেলার সামনে ঢাকা-যশোর মহাসড়কের পাশে কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ধরেন, যা কৃষকদের সেবা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত করছে। নাম প্রকাশ না করার শর্তে কৃষি অফিসের কর্মচারীরা অভিযোগ করে বলেন, কৃষি কর্মকর্তা তাদের সাথে অসম্মানজনক আচরণ করছেন এবং বিভিন্ন প্রশাসনিক কাজ কঠিন করে তুলেছেন।

অভিযোগের মধ্যে রয়েছে— অফিস স্টাফদের সাথে দুর্ব্যবহার, ফটোকপি করার ক্ষেত্রে অতিরিক্ত জটিলতা, প্রকল্পের বরাদ্দের তথ্য গোপন রাখা, প্রণোদনার সেবায় প্রয়োজনীয় উপকরণ না দেয়া, কৃষকদের জন্য সহায়তার অভাব, সরকারি গাড়ির অপব্যবহার, এবং সমুদয় কার্যক্রমের দুর্বল বাস্তবায়ন। এছাড়া, অফিসে অন্যায়ের প্রতিবাদ করলে কর্মচারীদের হেনস্থা করা হয়।

এসব কারণে অফিসের পরিবেশ অত্যন্ত নেতিবাচক হয়ে পড়েছে এবং কৃষকদের সেবা প্রদান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় কৃষকরা এর দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। 

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. গিয়াসউদ্দিন জুয়েল, মো. ফিরোজ হোসেন,রাহাত সরদার,সোহেল রানা,রিপন শেখ, ইকরাম মল্লিক,রনি শেখ,রবিউল খন্দকার, মান্না শেখ, সৈয়দ আশরাফ, মোস্তাফিজুর রহমান মোস্তাক,আকিদুল সরদার,মিলন মুন্সি, রমজান কাজী, আবু বক্কার শেখ, শামীম কাজী, নজরুল শেখ, শাহ আলম মোল্লা, রবিন ফকিরসহ প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.