ছবিঃ সংবাদ সারাবেলা
কিশোরগঞ্জের ভৈরবে কেন প্রিপেইড মিটার ব্যবহার করতে হবে বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে জানতে চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভৈরব নাগরিক সমাজ ঐক্য পরিষদ। আজ সোমবার দুপুর ১২টার সময় ভৈরব প্রেসক্লাবে ভৈরব নাগরিক সমাজ ঐক্য পরিষদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন করা হয়।
উক্ত সংবাদ সম্মেলনে নাগরিক সমাজ ঐক্য পরিষদের আহ্বায়ক মারুকি শাহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব সোহেলুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আল মামুন,আদিলুজ্জামান দুলাল, সজীব আহমেদ, নাগরিক সমাজ ঐক্য পরিষদের সদস্য সচিব আক্তারুজ্জামান আক্তার প্রমুখ। সহ নাগরিক সমাজ ঐক্য পরিষদের সদস্যগণসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, গ্রাহকদের নিজের টাকায় কেনা হাজার হাজার সচল মিটার বাদ দিয়ে কি কারণে প্রি-প্রেইড মিটার লাগাতে হবে তাহা বিদ্যুৎ বিভাগের কাছে জানতে চান গ্রাহকরা। যদি বিদ্যুৎ বিভাগ জোরপূর্বক প্রি-পেইড মিটার লাগাতে চায় তাহলে সকল বিদ্যুৎ গ্রাহকদের পক্ষ থেকে এর প্রতিবাদ করা হবে।
বক্তারা আরো বলেন, যদি তার সঠিক জবাব দিতে না পারে তাহলে নাগরিক সমাজ ঐক্য পরিষদ ভৈরবের সর্বস্তরেরর মানুষকে নিয়ে বিদ্যুৎ অফিস কর্তৃক প্রিপেইড মিটার স্থাপনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে হুঁশিয়ারি দেন।
লিখিত বক্তব্য পাঠ করেন ভৈরব নাগরিক সমাজ ঐক্য পরিষদের সদস্য সচিব আক্তারুজ্জামান আক্তার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে প্রচার ও প্রকাশের জন্য আমরা ভৈলব নাগরিক সমাজ ঐক্য পরিষদের উদ্যোগে বিদ্যুৎ গ্রাহকের পক্ষে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের জন্য ভৈরবের সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকের চরম ভোগান্তি লাগবে লক্ষ্যে কিছু কার্যক্রম হাতে নিয়েছি। ইতোমধ্যেই বাংলাদেশ বিদ্যুৎ বিভাগের যথাযথ কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান জনসচেতনার জন্য গত তিনদিন ব্যাপী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান শহরের বিভিন্ন অলিগলি ও পাড়া মহল্লায় মাইকিং প্রচার এবং লিফলেট বিতরণ করা হয়েছে। এখন প্রিপেইড মিটার লাগানো হলে পূর্বের সচল মিটারগুলো অচল হয়ে পড়বে।
এতে করে রাষ্ট্রের হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি জনগণও ক্ষতিগ্রস্ত হবে। যাহা বর্তমান অর্থনীতিতে প্রভাব পড়বে। প্রিপেইড মিটারগুলো আমাদের দেশের তৈরি নয়, এগুলো ভারত থেকে আমদানীকৃত মিটার। যাহার সকল খরচ সাধারণ গ্রাহকদের উপর বর্তাবে। আমাদের সচল মিটার থাকার পরও কেন প্রিপেইড মিটার ব্যবহার করতে হবে ? অন্যের কাছ থেকে কেন মিটার ক্রয় করব তাহা বিদ্যুৎ বিভাগকে যথাযথ ব্যাখ্যা দিতে হবে। বর্তমানে আমাদের ব্যবহৃত মিটারগুলোতে দেখা গেছে হঠাৎ বিদ্যুৎ চলে গেলেও বিদ্যুৎ আসার সাথে সাথেই বিদ্যুৎ সচল হয়। প্রিপেইড মিটারগুলোতে এতটা সহজ নয়। আমরা নাগরিক সমাজ ঐক্য পরিষদের পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগকে জানাতে চাই আমাদের সচল মিটারগুলো বাদ দিয়ে প্রিপেইড মিটার লাগাতে দেয়া হবেনা। বিদ্যুৎ বিভাগ যদি জোরপূর্বক ও বল প্রয়োগ করে প্রিপেইড মিটার লাগাতে আসে তাহলে ভৈরবের সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে তাহা প্রতিহত করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh