রংপুরের বদরগঞ্জে বস্তা বন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ (৩০ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলার কালুপাড়া ইউনিয়নের পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা বলছেন, লাশ টি নিখোঁজ ফেরাজুল ইসলামের হবে বলে ধারণা করেছেন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার কালুপাড়া ইউনিয়নের বুড়া দরগার পাতার নামক এলাকায় আলু ক্ষেতের পাশে মাটির নিচ থেকে অর্ধেক বস্তা বের হয়ে রয়েছে। সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয়রা ধারণা করছেন রাতে শিয়াল মাটির নিচ থেকে বস্তাটি টেনে বের করেছে। এলাকাবাসীর লোকজন বিষয়টি নিয়ে জানাজানি হলে ঘটনাস্থলে এসে জড়ো হন। পরে স্থানীয়রা বস্তার মুখ খুলে দেখতে পান একটি লাশ। পরে ঘটনাস্থল থেকে বদরগঞ্জ থানা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, অর্ধগলিত লাশ টি নিখোঁজ ফেরাজুল ইসলামের তিনি হাড়িভাঙ্গা গ্রামের আব্দুল সামাদের ছেলে। তিনি গত চারদিন আগে কারেঙ্গার তল নামক জায়গায় ওয়াজ মাহফিল শুনতে গিয়ে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী রেশমা খাতুন থানায় একটি সাধারণ ডাইরিও করেছেন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আতিকুর রহমান জানান, ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য রংপুরে পাঠানো হবে।