× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি।

৩০ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৬ পিএম । আপডেটঃ ৩০ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৮ পিএম

ছবিঃসংগৃহীত।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অভিযানে অবৈধ অনুপ্রবেশের দায়ে একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

আজ সোমবার রাতে ৪৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান (পিএসসি) ।
গতক ২৯ ডিসেম্বর রাত ১১ টায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২/৬-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুন সংগ্রাম পুঞ্জি নামক স্থানে ভারতীয় নাগরিক ডাব্বর লাং (২৬)কে আটক করা হয়।
আটক ডাব্বরের  পিতা-জুবেন সুটিং  এবং তার গ্রাম- লাপালং, পোস্ট অফিস ও থানা-পানিয়াসাল, জেলা-ইস্ট খাসিয়া হিল, শিলং বলে জানায় বিজিবি। এ সময়  ভারত থেকে বাংলাদেশে অবৈধ  অনুপ্রবেশের দায়ে স্থানীয় জনসাধারণের সহায়তায় বিওপির টহলদল তাকে আটক করে।
বিজিবি জানায় আটককৃত ভারতীয় নাগরিকের নিকট হতে ভারতীয় মেডিসিন অ্যাডানক ২৫ গ্রাম উদ্ধার করা হয়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটককৃত ভারতীয় নাগরিককে উদ্ধারকৃত মেডিসিনসহ গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.