× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরে বর্ণাঢ্য আয়োজনে তারুণ্যের উৎসব পালিত

মো. আতিকুল হক,নাটোর প্রতিনিধি।

৩০ ডিসেম্বর ২০২৪, ১৯:০২ পিএম

ছবিঃসংবাদ সারাবেলা।

এসো দেশ বদলাই পৃথিবী বদলাই- এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে  নাটোরে তারুণ্যের উৎসব পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ সোমবার বেলা ১০ টার দিকে শহরের ভবানীগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার এর সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ আসমা শাহিন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রওশন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক।

আলোচনা সভায় বক্তারা বলেন, আগামীতে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু হয়েছে। বুদ্ধীদীপ্ত মেধাবী জাতি গঠন তথা গ্লোবাল ভিলেজ আগামীতে নেতৃত্ব দিবে বাংলাদেশর তরুন সমাজ। এজন্য তাদের কে সমস্যা সমাধানের সক্ষমতা এবং সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বর্তমান সরকার এই লক্ষ্যে সকল কার্যকর পদক্ষেপ গ্রহন করবে।

আগামী ১৯ শে ফ্রেবুযারী পর্যন্ত এই উৎসব উৎসব অনুষ্ঠিত হবে।জুলাই আগষ্টের বিপ্লবের  অনুপ্রেরনায় উজ্জীবিত হয়ে এই উৎসব ১৯ শে ফ্রেবুয়ারী পর্যন্ত চলবে। প্রধান উপদেষ্টার দপ্তরের তত্তবধানে যুব ওক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে সরকারের বিভিন্ন দপ্তর সমন্বিতভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.