× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গণতান্ত্রিক রাজনৈতিক নির্বাচিত সরকারের অধীনেই দেশ নিরাপদ-শামা ওবায়েদ

জাকির হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি।

৩০ ডিসেম্বর ২০২৪, ১৯:০৯ পিএম । আপডেটঃ ৩০ ডিসেম্বর ২০২৪, ১৯:১৩ পিএম

ছবিঃসংবাদ সারাবেলা।

জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, একটি গণতান্ত্রিক, রাজনৈতিক নির্বাচিত সরকারের অধীনেই বাংলাদেশ নিরাপদ এবং দেশের সকল সমস্যা সমাধান করা সম্ভব। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকারকে আমরা পূর্ণ সমর্থন দিয়েছি। দেশের ১৭ কোটি মানুষ এই সরকারকে সমর্থন দিয়েছে।

কিন্তু আগামীতে নির্বাচনের দিকে যদি আমরা না যাই তাহলে ষড়যন্ত্র আরো ঘনিভূত হবে। আন্তর্জাতিক যে ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে আছে, সেটা আরো ঘনিভূত হবে। দেশীয় ষড়যন্ত্র চলমান, সৈরাচার শেখ হাসিনার দোসররা ষড়যন্ত্রে লিপ্ত। তাই সবাই সতর্ক থাকতে হবে।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে ফরিদপুরের সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালথা উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদ আলী সিদ্দিকী খসরু, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা মোঃ জাহিদুর রহমান মাষ্টার সহ আরো অনেকে। এসময় শহস্রাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.