রংপুরের বদরগঞ্জে ফেরাইজুল ইসলাম হত্যা মামলায় দুইজন কে গ্রেফতার করেছে পুলিশ। নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান। গ্রেফতারকৃতরা হলেন, ফেরাইজুল ইসলামের পিতা আব্দুস সামাদ ও তার সৎমা নূরজাহান বেগম।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (৩০ ডিসেম্বর) কালুপাড়া ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামের বাঁশ দাহ বিলের পাশের আলু ক্ষেতের পাশ থেকে ফেরাইজুল ইসলামের বস্তা বন্দী অর্ধগলিত মরদেহ মাটির গর্ত থেকে উদ্ধার হয়।এ ঘটনায় গতকাল তার বাবা ও মাকে জিজ্ঞাসাবাদ জন্য আটক করে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শেষে আজ (৩১ ডিসেম্বর) সকালে তাদেরকে রংপুর জেল হাজতে পাঠানো হয়।
জানা যায়, গত ২২ ডিসেম্বর স্থানীয় কারেঙ্গার তল নামক জায়গায় ওয়াজ মাহফিল শুনতে যান মৃত ফেরাজুল ওয়াজ মাহফিল শেষ হলেও তিনি বাড়িতে ফেরেন নি। তার স্ত্রী রোকসানা খাতুন অনেক খোঁজাখুঁজি শেষে বদরগঞ্জ থানা একটি সাধারণ ডায়েরি করেন। গতকাল বস্তায় পলিথিনে মোড়া মরদেহ একটি আলু খেতের পাশে মাটিতে চাপা অবস্থায় ছিল ফেরাজুলের মরদেহ। বাইরের অংশ পচে-গলে আশপাশে দুর্গন্ধ ছড়াতে শুরু করে। পরে ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, ফেরাইজুল ইসলামকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ফেরাইজুল ইসলামের মামা আবু তাহের বাদী হয়ে তাঁর বাবা আবদুস সামাদ (৬০), সৎমা নূরজাহান বেগমসহ (৫৫) ৬ জনকে আসামি করে গতকাল রাতে থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় আবদুস সামাদ ও নুর-জাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।ফেরাইজুল নিজ এলাকায় রিকশাভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। স্ত্রী থাকলেও তাঁর কোনো সন্তান নেই।ফেরাইজুল ইসলামের স্ত্রী রেশমা খাতুন অভিযোগ করে বলেন, বাড়ি ও সম্পত্তির ভাগ না দিতে এবং বাড়ি ছাড়া করতে না পেরে ফেরাইজুল ইসলামের বাবা ও সৎমা পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছেন।
ফেরাইজুল ইসলামের চাচাতো ভাই আইনুল ইসলাম অভিযোগ করে বলেন, ফেরাইজুল ও তাঁর স্ত্রীকে নির্যাতনসহ প্রকাশ্যে হত্যার হুমকি দিতেন আবদুস সামাদ, তাঁর একাধিক মেয়ে ও জামাতা'রা।তবে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগে ফেরাইজুল ইসলামের বাবা আবদুস সামাদ জানিয়েছেন, ছেলে ও তাঁর বউয়ের ওপর কখনো অত্যাচার-নির্যাতন করেননি তাঁরা। তাঁর ছেলেকে কে মেরেছে এবং কেন মেরেছে বুঝতে পারছেন না। তবে ছেলের হত্যাকারীদের বিচার চান তিনি।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আতিকুর রহমান জানান গতকাল মরদেহ উদ্ধারের পর তার বাবা মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে আজ মঙ্গলবার রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়।