ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে পাবনা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আজ (৩১ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে আটক করে তেজগাঁও থানা পুলিশ। পরে তাকে ঈশ্বরদী থানায় নিয়ে আসা হয়।
ঈশ্বরদী থানা পুলিশ তাকে আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম শহীদ জানান, ঈশ্বরদীতে জুলাই-আগস্টে ছাত্র- জনতার উপর হামলা ও গুলিবর্ষনের ঘটনায় একাধিক মামলা হয়েছে। অজ্ঞাত কারনে কোন মামলাতেই আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ মিন্টু নামীয় আসামী নন। কিন্তু তদন্তে মামলাগুলোতে মিন্টুর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাকে তেজগাঁও থানা থেকে ঈশ্বরদী থানায় আনা হয়েছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি মামলায় তদন্তে মামলাগুলোতে মিন্টুর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আজ তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।