× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় বিএনপির নেতার বিরুদ্ধে যুবদলের মানববন্ধন

আতিকুর রহমান আতিক , গাইবান্ধা প্রতিনিধি।

৩১ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৫ পিএম

ছবিঃ

গাইবান্ধায় বিএনপির নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গাইবান্ধা সদর উপজেলার স্টেশন বাদিয়াখালী বাজারে রুপালী ব্যাংকের সামনে এলাকাবাসী ব্যানারে এ মানববন্ধন করা হয়। 

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, ভুক্তভোগী  শ্রী. বিপুল চন্দ্র সাহা, দিদারুল সালাম মামুন , মো. ফিরোজ মিয়া, মো. মামুন মিয়াসহ অনেকেই। 
বক্তারা বলেন,  ছাত্র - জনতার  গণঅভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার পর গাইবান্ধা সদর  উপজেলার বাদিখালীখালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. গোলাম রহমান সুমন ও তার সন্ত্রাসী বাহিনী সংখ্যালঘুসহ সাধারন জনগনের জমি দখল ও চাঁদাবাজি করছেন। তার বিরুদ্ধে সাংগঠনিক কোন ব্যবস্থা নিচ্ছে না বিএনপি ।

তারা হতাশা প্রকাশ করে বলেন, ছাত্র- জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে। দেশের মানুষ শান্তিতে বসবাস করবে। কিন্তু  মানুষের মাঝে অশান্তি  সৃষ্টি করতে জমি দখল ও চাঁদাবাজদের সংখ্যা দিন দিন বাড়ছে। এখনই লাগাম টেনে না ধরলে বিএনপির প্রতি সাধারন জনগনের মনোবল ও আস্থা ভেঙ্গে পড়বে। তাই গোলাম রহমান সুমনের দলীয় সকল পদ থেকে অব্যাহতি ও তার দৃষ্টান্ত মূলক দাবি জানান বক্তারা।
বাদিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক বলেন, আজ যারা সাধারন মানুষের জমি  দখল ও চাঁদাবাজি করছেন তারা দলে অনুবেশকারী। যারাই বিএনপির নাম ভাঙ্গে এসকল অপকর্ম করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দলের প্রতি আহ্বান জানান তিনি ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.