× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সেই আমলেও রাজা বতর্মানেও রাজা

কামরুল হাসান টিটু, রংপুর ব্যুরো ।

০১ জানুয়ারি ২০২৫, ১৭:১১ পিএম । আপডেটঃ ০১ জানুয়ারি ২০২৫, ১৮:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার পালি‌য়েছে কিন্তু তার দোসররা এখনো গ্রামগঞ্জে, শহরে রয়ে গেছে। তার জলন্ত প্রমান দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ১ নং বেলাইচন্ডি ইউনিয়নের কৈপুলকি ভা‌টিপাড়া গ্রামে। 

এই গ্রামে রযেছেন উক্ত ইউপির বতর্মান  চেয়ারম্যান নুর মোহাম্মদ রাজা । পতিত সরকারের আমলে তিনি যেভাবে ইউনিয়ন পরিষদ চালাতেন এখনো সে ভাবে চালিয়ে যাচ্ছেন। তার উপর কেউ কথা বললে তার উপর চলে তার পোষা বাহিনীর দ্বারা পাশবিক নির্যাতন। এমনকি অন্যের জমি জমা জবর দখল করে নেয়া তার পেশা। এমননি এক ঘটনা ঘটেছে কৈপুলকি ভা‌টিপাড়া গ্রামে। 

১ নং বেলাইচন্ডি ইউনিয়নের কৈপুলকি ভা‌টিপাড়া গ্রামের  হামিদের পুত্র মহসিন আলী(৫২) ঐ গ্রামে বসবাস করে আসছেন। ৪২ টি পরিবারের মধো মহসিন আলীর পরিবার বিএনপির সমর্থন করায় তার উপর বিভিন্ন সময়ে পাশবিক নির্যাতন সহ জমি জবর দখল করে নিয়ে একঘরে করে রেখেছে। ‌

বিগত ৫ আগস্টের পরও নুর মোহাম্মদ রাজার লাঠিয়াল বাহিনী নবীর আলী,শাহাজালাল ওরফে বাবলু,আবদুল গফুরসহআরও ১০/১২ জন মিলে মহসিন আলীর রাস্তার ধারে ৯ শতক জমি গত ২৫/১২/২৪ ইং তারিখে  জবরদখল করে মাটি ভরাট করে। এ সময় মহসিন আলী বাধা দিলে রাজার লাঠিয়াল বাহিনীর লোকজন মারমুখি হয়।  

এব্যাপারে মঙ্গলবার (৩১ ডি‌সেম্বর) ঘটনাস্থলে সরেজমিনে গেলে এলাকার লোকজন জড়ো হলেও রাজার ভয়ে মুখ খুলতে রাজি হয়নি অ‌নে‌কে। তবে নাম প্রকাশ না করার শ‌র্তে বেশ কয়েকজন মহিলা পুরুষ বলেন, আওয়ামী লীগের আমলে নুর মোহাম্মদ রাজা সন্ত্রাসী কায়দায় ভোট ডাকাতি করে চেয়ারম্যান হয়েছে। চেয়ারম্যান  হওয়ার পর থেকে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডসহ অন্যের জমি দখল তার পেশা। আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালিয়ে গেলেও এখনো এই এলাকায় আওয়ামী লীগের দোসর  রয়ে গেছে। এখনো রাজার  ভয়ে এই গ্রামের অনেক লোক আতঙ্কে  থাকে । 

এ ব্যাপারে পাবর্তীপুর মডেল থানার ওসি আবদুস সালামের সাথে আলাপ হলে তিনি বলেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তার পরও তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাজা কে পাওয়া মাত্রই গ্রেফতার করা হবে। অভিযুক্ত নুর মোহাম্মদ রাজার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.