আজ নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা' নতুন বছরের শুরুর দিনটা আনন্দে কাটল শিশু-কিশোরদের। বছরের প্রথম দিনেই স্কুলের শিক্ষার্থীরা পেল নতুন বই। বছরজুড়ে এ বইগুলোই হবে তাদের অন্যতম সঙ্গী।
আজ (১ জানুয়ারি) সারাদেশে সহ বদরগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিনা মূল্যে বই বিতরণ করা হয়েছে। তবে ক্লাস ফোর এবং ফাইভে তিনটে করে বই দেওয়া হয় বাংলা, ইংরেজি ও গণিত। প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকরা বলছেন ক্লাস ফোর এবং ফাইভে তিনটা করে বই দেওয়া হয়েছে। পরবর্তীতে বাকি বইগুলো আসলে শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে।
বুধবার বেলা ১১ টার দিকে নতুন বই পেয়ে এভাবেই অনুভূতি প্রকাশ করেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী জীবন রায়।একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী শ্রাবণী রানী বলেন, আমি নতুন ক্লাসে উঠেছি। নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। আজ তিনটা করে বই দিয়েছে বাকি বই পরে দিবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।
ওয়ারেছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ৫ম শ্রেণির শিক্ষার্থী চিন্ময়ী রায় নামের দ্বিতীয় শ্রেণির আরেক শিক্ষার্থী পবিত্র মহন্ত সংবাদ সারাবেলা কে বলেন, নতুন বছর, নতুন বই। খুব আনন্দ লাগছে।
মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শেখ ইনাম সংবাদ সারাবেলা কে বলেন, নতুন দিন নতুন বই। আজকের দিনটির জন্য অপেক্ষা করছিলাম। এই বইগুলো বিনামূল্যে আমাদেরকে বই দেওয়ায় সরকারকে অনেক ধন্যবাদ।
প্রথম শ্রেণীর প্রার্থীর পল্লবী রায়ের অভিভাবক পূর্ণিমা রানী সংবাদ সারাবেলা কে বলেন, আমার বাচ্চাকে ক্লাস প্রথম শ্রেণীতে ভর্তি করে দিয়েছি।বই পাবে কী পাবো না এটা নিয়ে চিন্তায় ছিলাম। বই পেয়েছি তাই সরকারকে অনেক ধন্যবাদ।
ওয়ারেছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আদুরী অরুনা বানু বলেন, আমরা বাচ্চাদের হাতে নতুন বই দিতে পেরেছি। এটা আমাদের জন্যও আনন্দের। বাচ্চারা নতুন বই হাতে নিয়ে বাসায় গিয়ে পৃষ্ঠা উল্টিয়ে দেখবে। নতুন বই পেয়ে মনোযোগী হবে এই কামনা করছি।
প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপ-পরিচালক আজিজুর রহমান বলেন, আমরা যে সব বই পেয়েছি তা শিক্ষার্থীর মধ্যে জানুয়ারির প্রথম দিনে (বুধবার) বিতরণ করা হবে। বাকী বই যখনই আসবে, বিতরণ করা হবে। আমরা আশা করছি, শিক্ষার্থীরা শীঘ্রই বই পাবে। এতে বিচলিত হওয়ার কিছুই নেই। পড়ালেখায় কোনো ঘাটতি থাকবে না জানিয়েছেন।
বদরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন মো. রফিক-উজ-জামান জানান, আজকে হলো নতুন বছরের প্রথম দিন। বদরগঞ্জ উপজেলার ১৭৬ প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি স্কুলগুলোর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই দেওয়া হচ্ছে। নতুন বছরে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উদ্দীপনা নিয়ে আরও ভালো করবে। লেখা পড়ায় মনোযোগী হয়ে আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। ক্লাস ফোর এবং ফাইভে তিনটা করে বই পেয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ক্লাস ফোর এবং ফাইভে বই তিনটা করে দেওয়া হচ্ছে বাকি তিনটা বই এখনো আসেনি আসলেই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।