× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টেন্ডার স্পেসিফিকেশন লঙ্ঘন

রামেক হাসপাতালে লাগানো হয়েছিল নকল লিফট -দড়জা ও এসি

রাজশাহী ব্যুরো

০১ জানুয়ারি ২০২৫, ১৯:১০ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

ব্রাদার্স কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের জালিয়াতির অভিযোগ উঠেছে। ব্রাদার্স কনস্ট্রাকশন ১০ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকায় রামেক হাসপাতালের আইসিইউ ইউনিট নির্মাণের কাজ পায়। আইসিইউ ইউনিটে প্রতিষ্ঠানটি ২৩টি এসি লাগিয়েছে। এছাড়াও ঐভবনে স্থাপন করেছে একটি লিফট ও অত্যাধুনিক দড়জা। 

দরজা এবং লিফট লাগাতে জালিয়াতি করে প্রতিষ্ঠানটি। লাগানোর কয়েকদিন পরে কর্তৃপক্ষ বুঝতে পারে লিফট ও দড়জাগুলো ছিল নকল। কর্তৃপক্ষের চাপে অবশেষে বদলানো হয়েছে দরজা। নকল লিফটও খোলা হয়েছে। এবার কর্তৃপক্ষের নজরে এসেছে এসি জালিয়াতির বিষয়টি। "গ্ৰী-ব্রান্ডের" নকল শীতাতপ নিয়ন্ত্রণ যন্তে (এসি) স্টিকার লাগিয়ে চালানোর অপচেষ্টা করেছিল ব্রাদার্স কনস্ট্রাকশন। অবশেষে সেটি ধরা পরে রামেক কর্তৃপক্ষের কাছে।

হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিটি দুই টনের ছয়টি নকল এসি খুলে বারান্দায় ফেলে রেখেছে এবং ঠিকাদারকে আসল এসি সরবরাহ না করার পর্যন্ত নকলগুলো সরাতে দেয়নি। ঠিকাদার এখনও সবগুলো এসি পরিবর্তন করে দিতে গড়িমসি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে গত ৩ অক্টোবর হাসপাতালের পরিচালকের কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে এক নম্বর আলোচ্য সূচি ছিল ‘আইসিইউ লিফট টেন্ডার স্পেসিফিকেশন অনুযায়ী হতে হবে।’ দ্বিতীয় আলোচ্য সূচি ছিল ‘আইসিইউতে যেসকল এসি রয়েছে, সেসকল এসিগুলো অরিজিনাল কি না, তা চেক করতে হবে।’

এই সভায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম শামীম আহাম্মদ, আইসিইউ ইউনিট প্রধান আবু হেনা মোস্তফা কামাল, জরুরি বিভাগের ইনচার্জ শংকর কুমার বিশ্বাস, গণপূর্তের রাজশাহী সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হক, গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মুহাম্মদ শাকিউল আজম, উপ-বিভাগীয় প্রকৌশলী কাউসার সরকার, জান্নাত-ই-নূর, উপসহকারী প্রকৌশলী মো. আরিফ হোসেন ও উপসহকারী প্রকৌশলী আবু সিনা মো. মাসুম উপস্থিত ছিলেন।

প্রথমে দুটি এসি ঠিকমতো কাজ করছে না দেখেই তারা বৈঠক করে এসিগুলো সঠিক কি না তা যাচাই করার সিদ্ধান্ত নেন। হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষজ্ঞ ডেকে এনে এসিগুলো দেখান। তারপর তারা নিশ্চিত হন যে ঠিকাদার নকল এসি সরবরাহ করেছে। তারা জানতে পেরেছেন যে, স্থানীয়ভাবে তৈরি এসিতে ‘গ্রী’ এর স্টিকার লাগিয়ে হাসপাতালে সরবরাহ করা হয়েছে।

সম্প্রতি তারা ছয়টি এসি খুলে আইসিইউ ইউনিটের বারান্দায় রেখে দিয়েছেন এবং স্পেসিফিকেশন অনুযায়ী এসিগুলো সরবরাহ করতে ঠিকাদারকে বাধ্য করেছেন। আরও তিনটি এসি পরিবর্তন করে দেওয়ার কথা। কিন্তু ঠিকাদার এই এসিগুলো বদলানোর ব্যাপারে গড়িমসি করছেন।

কয়েকদিন আগে হাসপাতালের আইসিইউ ইউনিটের বারান্দায় গিয়ে দেখা যায়, নকল এসিগুলো খুলে সরবরাহ করা অরিজিনাল এসির প্যাকেটে ভরে বরান্দায় ফেলে রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঠিকাদার এই নকল এসিগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সব এসি বুঝে না দেওয়ার জন্য কর্তৃপক্ষ নকল এসিগুলো সরাতে দেয়নি। কারণ, স্পেশিফিকেশন অনুযায়ী সরবরাহ না করা লিফট খুলে নিয়ে গিয়ে ঠিকাদার এখনও নতুন লিফট আনেননি। 

জানতে চাইলে হাসপাতালের পরিচালক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম শামীম আহাম্মদ বলেন, ‘নকলগুলো একটিও ইনস্টল করতে দেওয়া হবে না। নকলগুলো রেখে দেওয়া হয়েছে। সবগুলো অরিজিনাল এসি না দেওয়া পর্যন্ত ওগুলো সরাতেও দেওয়া হবে না।’ 

রাজশাহী গণপূর্ত বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী (ইমারাত) কাউসার সরকার বলেন, কয়েকটা এসির সমস্যা ছিল। সেগুলো তো পাল্টে দেওয়া হয়েছে।

এসিগুলো নকল তা স্বীকার করতে চাননি গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মুহাম্মদ শাকিউল আজম। তিনি বলেন, কিছু একটা সমস্যা ছিল বলেই তো চেঞ্জ করে দেওয়া হচ্ছে। 

কথা বলতে ঠিকাদারী প্রতিষ্ঠান ব্রাদার্স কনস্ট্রাকশনের সত্বাধিকারী সৈয়দ জাকির হোসেনকে ফোন করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। তাই এ ব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি।

আইসিইউ ইউনিটে স্মার্ট দরজা লাগানোর কথা ছিল। কিন্তু ঠিকাদার সৈয়দ জাকির হোসেন কাঠের দরজা লাগিয়ে দিয়েছিলেন। হাসপাতাল থেকে আপত্তি জানালে দরজা তিনটি পরবর্তীতে পাল্টে কাচের করে দেওয়া হয়েছে। একইভাবে স্পেসিফিকেশন অনুযায়ী বেড কাম প্যাসেঞ্জার লিফট লাগানোর কথা ছিল। ঠিকাদার বেড লিফট না লাগিয়ে প্যাসেঞ্জার লিফট লাগিয়ে দেন।

হাসপাতাল কর্তৃপক্ষের আপত্তির পর তিনি লিফট অপসারণ করে নিতে বাধ্য হন। কিন্তু প্রায় সাত মাস পার হয়ে গেলেও অরিজিনাল লিফট সরবরাহ না করায় হাসপাতালে রোগীর দুর্ভোগ পোহাতে হচেছ।

এ জন্য অবিলম্বে ওই ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার দাবিতে সোমবার (৩০ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দিয়েছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.