মতলব উত্তরে নতুন বছরের প্রথম দিনে বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে ১ জানুয়ারী বুধবার বই বিতরণ করা হয়েছে। প্রতিবারের মতো এবারও নতুন বই পেয়ে আনন্দে মেতেছে শিক্ষার্থীরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায় ,এবার মতলব উত্তর উপজেলার ৪০ টি মাধ্যমিক স্কুলে ৬ষ্ট শ্রেণীতে ৮৪ হাজার বই,সপ্তম শ্রেণীতে ৭৬ হাজার ৯৩১ টি বই ৮ম শ্রেণীতে
৭৭ হাজার ৪৫১ টি বই, নবম শ্রেণীতে ৭৯ হাজার ৩০৬টি বই ও দশম শ্রেণীতে ৭১ হাজার ৭শ বইসহ মোট ৩ লক্ষ ৮৯ হাজার ৩৮৮ এবং ১২টি মাদ্রাসায় এবদে দায়ী ১ম শ্রণী ৩ হাজার ৮২২ টি বই, ২য় শ্রেণীতে ৩ হাজার ৭৮০ টি ,বই ৩য় শ্রেণীতে ৫ হাজার ৩৮০ টি বই, চতুর্থ শ্রেণীতে ৫ হাজার ১৩৬ টিবই,পঞ্চম শ্রেণীতে ৫ হাজার ৭২টিবই, ৬ষ্ট শ্রেণীতে ১২ হাজার ২৭৮টি বই সপ্তম শ্রেণীতে ১১ হাজার ৪৩৮টি বই ৮ম শ্রেণীতে ১১ হাজার ৯৭০টি বই,৯বম শ্রেণীতে ১৫ হাজার ৫৪০টি বই, দশম শ্রেণীতে ৮ হাজার ৩৮০টি বইসহ মোট ৮২ হাজার ৮শ বই বিতরণ করা হবে ৷
এ ছাড়া উপজেলার ১৮০টি প্রাথমিক বিদ্যালয় ও ৭০ কিন্ডারগার্ডেন এ প্রথম শ্রেণী থেকে ৩য় শ্রেণী পর্যন্ত ৮৫ হাজার ১১০টি বই বিতরণ করা হয়েছে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে৷
বুধবার লুধুয়া স্কুল ও কলেজ,ফতেপুর আবুল হোসেনউচ্চ বিদ্যালয় , জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়, লন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয় ও বাগানবাড়ী আইডিয়েল একাডেমীতে সরজমিনে গিয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে আনন্দ উৎসব মুখোর পরিবেশে বই বিতরণ করতে দেখা যায় ৷ এসময় বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দে মেতে উঠেন শিক্ষার্থীরা ৷
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আশরাফুল আলম বলেন, আমরা এ পর্যন্ত যেসব বই পেয়েছি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পৌছে দিয়েছি এবং ১ জানুয়ারী বুধবার আমি বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করে খোজ খবর নিয়েছি প্রতিটি স্কুলে যথা সময়ে ছাত্র- ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে ৷ বাকী যেসব বই এখনও আসেনি সেগুলো আসা মাত্রই আমরা ছাত্র- ছাত্রীদের মাঝে বিতরণের জন্য যথা সময়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌছে দিবো ইনশাআল্লাহ ৷