× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চকরিয়া ব্লাড ডোনার সোসাইটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মো. কামাল উদ্দিন, চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি।

০১ জানুয়ারি ২০২৫, ১৯:৪১ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

“তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ”এই স্লোগানকে সামনে রেখে চকরিয়া ব্লাড ডোনার সোসাইটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী নানান আয়োজনে পালিত হয়েছে। গত (৩১ ডিসেম্বর ) সকাল ১০টায় ফাঁসিয়াখালী হামেদিয়া হাফেজিয়া হেফজখানা ও এতিমখানায় পবিত্র খতমে কুরআন তেলাওয়াত ও অসহায় মেধাবী কোরআনের হাফেজদের মাঝে খাবার বিতরণ করেন সেচ্ছাসেবী এ সংঘটনটির দায়িত্বরত সেচ্ছাসেবকরা। পরে আলোচনার মাধ্যমে ভিন্নরুপে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার সুপার ও শিক্ষকমন্ডলীরা।

তারা বলেন, মানুষকে ভালোবেসে যত কাজ করা যায় তার অন্যতম হলো রক্তদান। অন্যকে রক্ত দেওয়ার মাধ্যমে যেমন তার জীবন বাঁচানো যায়, তেমনি রক্তদান করলে রক্তদাতার নিজের শরীরেরও উপকার হয়। দুর্ঘটনায় আহত, ক্যান্সার বা অন্য কোন জটিল রোগে আক্রান্তদের জন্য, অস্ত্রোপচার কিংবা সন্তান প্রসব অথবা থ্যালাসেমিয়ার মতো বিভিন্ন রোগের চিকিৎসায় রক্তের প্রয়োজন হয়। চকরিয়া ব্লাড ডোনার সোসাইটির সদস্যরা বলেন, সাংগঠনিক কার্যক্রম ধরে রাখতে সেচ্ছাসেবক টিম যথেষ্ট ভূমিকা রেখে যাচ্ছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখা হবে ।

দীর্ঘ সংগঠনের এই পথচলা নানান ত্রুটি বিচ্যুতি থাকতে পারে তাহা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে আহ্বান জানান। আরও বলেন, সাংগঠনিক ঐতিহ্য হলো জ্ঞান, নীতিনৈতিকতা ও মনুষ্যত্বের সঠিক আচার-আচরণ যাহা অন্যদের বা নতুনদের উৎসাহ ও অনুপ্রেরণায় গভীর প্রভাব ফেলে। সাজানো গোছানো সংগঠনের গঠনতন্ত্রের সংস্কৃতির সব প্রক্রিয়া অবলম্বন করে পরিচালনা করা হবে।

আয়োজিত এ কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মিনহাজ উদ্দিন, এডমিন ও মডারেটর আব্দুল হামিদ, মিনারুল হক ছোটন, ইব্রাহীম রাসেল, হেলাল উদ্দিন, উমর ফারুক, মোহাম্মদ শাকিল, জিয়াউল হক আকাশ,শাওয়াল ওসমান, ফজলুল করিম, রিদুয়ানুল ইসলাম, লোকমান হাকিম, রাসেল রানা প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.