× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেরপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জয়ন্ত দে, শেরপুর প্রতিনিধি

০১ জানুয়ারি ২০২৫, ২০:০৯ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

শেরপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ জানুয়ারি বুধবার  দুপুরে বাংলাদেশ ছাত্রদল শেরপুর জেলা শাখার আয়োজনে শহরের নিউমার্কেট থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি শেষে জেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রদল শেরপুর জেলা শাখার সভাপতি মো. নিয়ামুল হাসান আনন্দ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শারদুল ইসলাম মুরাদ, যুগ্ম আহ্বায়ক মো. শামীম হোসাইন, মো. আজিজুর রহমানসহ জেলার পাঁচ উপজেলা থেকে আগত ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পরও তারা বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করছে। তারা দলীয় সকল কর্মসূচিতে দেশের স্বার্থে রাজপথে থাকার আহ্বান জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.